খুলনায় ১০ দিনে ৪৬৩১টি মামলা; ২০ লক্ষাধিক টাকা জরিমানা আদায়

0
524

নিজস্ব প্রতিবেদক : খুলনায় ট্রাফিক সপ্তাহ-২০১৮’র শেষ দিনে মঙ্গলবার নগরীর ২৯টি পয়েন্টে বাস, ট্রাক, পিক-আপ ভ্যান, কাভার্ডভ্যান, মাইক্রোবাস, প্রাইভেটকার, মোটরবাইকের কাগজপত্র চেক করে মোট ৩৭৮টি মামলা রুজু করা হয়েছে। উক্ত মামলা সমূহের মোট আদায়যোগ্য জরিমানা ১ লাখ ১৪ হাজার ৩০০ টাকা।
গত ৫ আগস্ট ২০১৮ থেকে শুরু হওয়া ট্রাফিক সপ্তাহ ২০১৮’ এর ১০ দিনে খুলনা মেট্রোপলিটন এলাকায় বাস, ট্রাক, পিক-আপভ্যান, কাভার্ডভ্যান, মাইক্রোবাস, প্রাইভেটকার, মোটরবাইক কাগজপত্র চেক করে মোট ৪,৬৩১টি মামলা রুজু করা হয়। যার মোট জরিমানা ২০ লাখ ২ হাজার ৩০০ টাকা। এর মধ্যে মোটরযান অধ্যাদেশ-১৯৮৩’ এর বিভিন্ন ধারায় যানবাহনের ত্রুটি যেমন- ট্যাক্স টোকেন না থাকা, ফিটনেস না থাকা, রুট পারমিট না থাকা, ইন্সুরেন্স না থাকা ইত্যাদি কারণে ১,৪১৫টি যানবাহনের বিরুদ্ধে এবং ড্রাইভিং লাইসেন্স না থাকা, সিটবেল্ট ব্যবহার না করা, চলন্ত অবস্থায় মোবাইলে কথা বলা, হেলমেট ব্যবহার না করা, মোটরসাইকেলে ২ এর অধিক আরোহী থাকা, দ্রুতগতিতে গাড়ী চালানো, আদেশ অমান্য করা ইত্যাদি কারনে ৩,২১৬ জন চালকের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (ট্রাফিক) মো. কামরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, প্রথম দিন ৫ আগস্ট ৩৯১টি যানবাহন, ২১৯ জন চালক বিরুদ্ধে মোট ৬০৭টি মামলায় জরিমানা আদায় করা হয় ২ লাখ ৯৪ হাজার টাকা। দ্বিতীয় দিন ৬ আগস্ট ২৫১টি যানবাহন, ৩৭৫ জন চালক বিরুদ্ধে মোট ৬২৬টি মামলায় জরিমানা আদায় করা হয় ২ লাখ ৬০ হাজার ৪০০টাকা। তৃতীয় দিন ৭ আগস্ট ২৯৬টি যানবাহন, ২১৬ জন চালক বিরুদ্ধে মোট ৫১২টি মামলায় জরিমানা আদায় করা হয় ২ লাখ ৯ হাজার ৪০০ টাকা। চতুর্থ দিন ৮ আগস্ট ১৭৬টি যানবাহন, ২৫২ জন চালক বিরুদ্ধে মোট ৪২৮টি মামলায় জরিমানা আদায় করা হয় ১ লাখ ৭৪ হাজার ৭০০ টাকা। পঞ্চম দিন ৯ আগস্ট ৮৮টি যানবাহন, ৩৩২ জন চালক বিরুদ্ধে মোট ৪২০টি মামলায় জরিমানা আদায় করা হয় ২ লাখ ৭ হাজার ৮০০ টাকা। ৬ষ্ঠ দিন ১০ আগস্ট ২১টি যানবাহন, ৩৪২ জন চালক বিরুদ্ধে মোট ৩৬৩টি মামলায় জরিমানা আদায় করা হয় ১ লাখ ১৯ হাজার ৯০০ টাকা। ৭ম দিন ১১ আগস্ট ৯৮টি যানবাহন, ৩৬৫ জন চালক বিরুদ্ধে মোট ৪৬৩টি মামলায় জরিমানা আদায় করা হয় ২ লাখ ৭২ হাজার ৭০০ টাকা। ৮ম দিন ১২ আগস্ট ২৭টি যানবাহন, ৩৫৬ জন চালক বিরুদ্ধে মোট ৩৮৩টি মামলায় জরিমানা আদায় করা হয় ১ লাখ ৪৩ হাজার ৭০০ টাকা। ৯ম দিন ১৩ আগস্ট ৫৪টি যানবাহন, ৩৮৪ জন চালক বিরুদ্ধে মোট ৪৩৮টি মামলায় জরিমানা আদায় করা হয় ২ লাখ ৫ হাজার ৪০০ টাকা। সর্বশেষ ১০ম দিন ১৪ আগস্ট ১৩টি যানবাহন, ৩৬৫ জন চালক বিরুদ্ধে মোট ৩৭৮টি মামলায় জরিমানা আদায় করা হয় ১ লাখ ১৪ হাজার ৩০০ টাকা।
তিনি আরও জানান, অভিযান পরিচালনাকালে খুলনা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে সকল বাইক ড্রাইভারদেরকে গাড়ীর সকল ডকুমেন্টস সঙ্গে রাখা, সকল আরোহীকে হেলমেট ব্যবহার করার আহবান জানানো হয়েছে। ধীরগতি সম্পন্নযান যেমন অটোবাইক, রিক্সা, ভান, ঠেলাগাড়ী, বাই-সাইকেল রাস্তার ামপাশ ঘেঁসে, ডানসাইডে দ্রুতগতির যানবাহনের জন্য জায়গা রেখে চলার জন্য অনুরোধ করা হয়।