বেল্লাল হোসেন সজলঃ
গত তিন মাসে খুলনার তিনটি হাসপাতাল ও একটি প্রাইভেট চেম্বারে ১০জন ডেঙ্গু রোগী সনাক্ত করা হয়েছে। তার মধ্যে একজন উন্নত চিকিৎসার জন্য স্ব-উদ্যেগে ঢাকা গেছেন। ডেঙ্গু রোগ প্রতিরোধের জন্য খুলনা সিটি কর্পোরেশন মশক নিধন সহ পরিস্কার পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করছে। এ রোগ প্রতিরোধে সিভিল সার্জন কার্যালয়ের পক্ষ থেকে ৯ উপজেলায় ১১৬টি মেডিকেল টিম গঠন করা হয়েছে।
জুলাই ও আগষ্ট মাসে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৩জন রোগী ভর্তি হয়। গড়ে ৫/৬ দিন চিকিৎসা নেওয়ার পর তাা হাসপাতাল ত্যাগ করে। মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডাঃ গোপাল বিশ^াস জানান, আলভি নামক ১৭বছর বয়সকো যুবক ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ৫দিন চিকিৎসা নেয়। তার বাড়ি গোপালগঞ্জ জেলায়। এ ছাড়া যশোরের নওয়াপাড়া এলাকায় মিলন পালের পুত্র মিঠুন পাল সহ আরো ১জন গত ২৮আগষ্ট ভর্তি হয়। সেপ্টেম্বরের প্রথম দিকে তারা হাসপাতাল ত্যাগ করে। আলভি নামের ডেঙ্গু রোগী উন্নত চিকিৎসার জন্য স্ব-উদ্যেগে ঢাকা গেছেন।
গাজী মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা জানান, শহরতলীর মধ্যডাঙ্গা এলাকার বাবুল মিনার পুত্র শ্রমিক রিপন মিনা গত মাসে ৬দিন চিকিৎসা নিয়ে হাসপাতাল ত্যাগ করেছে। খুলনা সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রতিনিধি জানান, গত ৩জুলাই সোবাহানি চাকমা নামে এক ব্যক্তি ভর্তি হয়। ৬দিন চিকিৎসা নেবার পর তিনি হাসপাতাল ত্যাগ করেন। খুলনা মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যাপক এস এম কামাল জানান, তার প্রাইভেট চেম্বারে জুলাই-আগষ্ট মাসে ৫জন ডেঙ্গু রোগী সনাক্ত করা হয়। এখানে মারাক্ত আকারে এ রোগের প্রকোপ দেখা দেয়নি। অধিকাংশ রোগী সুস্থ হয়ে ঘরে ফিরছে। কেসিসি স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা জানান, ৩১টি ওয়ার্ডে মশক নিধন ও পরিস্কার পরিচ্ছন্ন অভিযান চলছে। ৭৩জন স্বাস্থ্যকর্মী দায়িত্ব পালন করছে। খুলনার ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোঃ আতিয়ার রহমান শেখ জানান, উপজেলা পর্যায় এ রোগের প্রকোপ দেখা দেয়নি। ডেঙ্গু প্রতিরোধে ৯ উপজেলায় ১১৬টি মেডিকেল টিম গঠন করা হয়েছে।