টাইমস প্রতিবেদন :
খুলনায় প্রায় ৫ শত হকার মানবেতর দিন কাটাচ্ছেন। তাদের পূর্ণবাসনের কোন ব্যবস্থা না করে সল্প সময়ের নোটিশে উচ্ছেদ করায় আজ তারা পথে বসেছে। শনিবার (০৪ নভম্বর) দুপুরে পিকচার প্যালেস মোড়ে মহানগর হকার্স ইউনিয়নের ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা এ কথা বলেন। একই সাথে হকাররা তাদের পুনর্বাসনের দাবি জানান।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) মাধ্যমে মহানগরীর ডাকবাংলো থেকে শহীদ হাদিস পার্ক পর্যন্ত হকার উচ্ছেদের প্রতিবাদে হকাররা মানববন্ধন করেছেন।
মানববন্ধনে সভাপতিত্ব করেন খুলনা মহানগর হকার্স ইউনিয়নের সভাপতি শাহীন রেজা খান। এতে বিভিন্ন পর্যায়ের হকার নেতারা বক্তৃতা করেন। হকারদের স্ত্রী-সন্তানরাও এতে অংশগ্রহণ করেন।
এ সময় বক্তারা বলেন, খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) যানজটের অজুহাতে ৭ জুন হকার উচ্ছেদের নোটিশ দেয়। তবে বিকল্প কোনো ব্যবস্থা রাখা হয়নি।
হকার নেতারা আরও বলেন, সাড়ে ৪শ’ হকারকে উচ্ছেদ করায় তারা আজ পরিবারের সদস্যদের নিয়ে অনাহারে মানবেতর জীবন-যাপন করছেন। তাদের রুটি-রুজির জন্য সংগ্রাম করছেন। আমাদের পুনর্বাসন করুন। আমাদের পেটে লাথি দিয়েন না। আমরা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক। আমাদের রুটি-রুজি কেড়ে নিতে পারেন না।
মানববন্ধনে জানানো হয়, এ দাবিতে রোববার (০৫ নভেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি প্রদান, সোমবার (০৬ নভেম্বর) সকাল ১০টায় কেএমপি কমিশনারের কার্যালয়ে স্মারকলিপি প্রদান ও মঙ্গলবার (০৭ নভেম্বর) সকাল ১০টায় মহারাজ চত্বরে প্রতীকী অনশন কর্মসূচি পালন করা হবে।
সংহতি প্রকাশ করে মানববন্ধনে সময় বক্তৃতা করেন খুলনা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান পপলু, সিপিবির খুলনা মহানগর সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবু।