খুলনায় সেপ্টেম্বরে সিনিয়র ডিভিশন ফুটবল লীগ শুরু

0
484

ক্রীড়া প্রতিবেদক: সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে শুরু হবে সিনিয়র ডিভিশন ফুটবল লীগ। লীগে ১৬টি দল অংশ নেবে। ৪টি গ্রপে বিভক্ত হয়ে প্রত্যেক গ্রপের দু’টি দল নকআউট পর্বে খেলবে। চ্যাম্পিয়ন দলকে ৫০হাজার টাকা ও রানারআপ দলকে ৩০হাজার টাকা প্রাইজমানি দেয়া হবে। প্রতিদিন সেরা খেলোয়াড়ের পুরস্কার থাকবে। প্রতিটি দলকে ২০হাজার টাকা ও ৫টি করে বল প্রদান করা হবে। ভেন্যু হিসেবে জেলা স্টেডিয়াম ও বয়রা পুলিশ লাইন মাঠ নির্ধারণ করা হয়েছে।
শনিবার সকাল ১১টায় নগরীর খান-এ-সবুর রোডস্থ চেম্বার বিল্ডিংয়ের ৩য় তলায় আমিন-সামিন শিপিং লাইনের সভা কক্ষে অনুষ্ঠিত সভায় উপরোক্ত সিদ্ধান্তগুলো জানালেন জেলা ফুটবল এ্যসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট আলহাজ্ব মো. সাইফুল ইসলাম। তিনি তার বক্তব্য বলেন, আমরা গত বছরের জানুয়ারিতে পাইওনিয়ার ফুটবল লীগ, মে মাসে তৃতীয় বিভাগ ও নভেম্বর মাসে দ্বিতীয় বিভাগ ফুটবল লীগ সফলতার সঙ্গে শেষ করেছি। কিন্তু মাঠ না থাকায় সিনিয়র ডিভিশন ফুটবল লী শুরু করতে পারেনি। তবুও উদ্যোগ নিয়েছি স্টেডিয়াম না পেলেও পুলিশ লাইন মাঠে আমরা লীগ শেষ করব। মাঠের ব্যাপারে কেএমপি আমাদের সহায়তা করবে। আমরা চাই খুলনার খেলোয়াড় দিয়ে আবারও দেশের ফুটবলের জোয়ার শুরু হোক। খেলোয়াড় ও দর্শকরা মাঠে ফিরে আসুক।
১৬টি দলকে ৪টি গ্রপে বিভক্ত করা হয়েছে। গ্রপগুলো হচ্ছে ক গ্রুপ- ব্রাদার্স ইউনিয়ন, টাউন ক্লাব, এসবিআলি ফুটবল একাডেমি ও ডুমুরিয়া তরুন সংঘ। খ গ্রুপ- আবাহনী ক্রীড়া চক্র, মহেশ্বরপাশা ক্লাব, দিঘলিয়া ওয়াইএমএ ও মৌসুমি একাদশ। গ গ্রুপ-মোহামেডান স্পোটিং ক্লাব, উইনার্স ক্লাব, শেখ কামাল স্মৃতি সংসদ ও লিটন স্মৃতি সংসদ। ঘ গ্রুপ- ইয়ং বয়েজ ক্লাব, বলাকা স্পোটিং ক্লাব, ইয়ং রেডসান ক্লাব ও উল্কা ক্লাব।
জেলা ফুটবল এ্যসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলির পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন এ্যাসোসিয়েশনের সহ-সভাপতি মোস্তাকুজ্জামান ও মো. মোতালেব মিয়া, কোষাধ্যক্ষ নুরুল ইসলাম খান কালু, কার্যনির্বাহী সদস্য শাহ আসিফ হোসেন রিংকু, জামিল আখতার লেলিন ও শেখ হেমায়েত উল্লাহ, ইয়ং বয়েজ ক্লাবের যুগ্ম সম্পাদক মোরতুজা শেখ, লিটন স্মৃতি সংসদের সহ-সভাপতি ফরিদ আহমেদ খোকন, সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান চৌধুরী বাবু, নাজু, আবাহনী ক্রীড়া চক্রের মুস্তাফিজুর রহমান বাবলু, মোহামেডান ক্লাবের জনি ও হিমু, দিঘলিয়া ওয়াইএমএ’র শাহাবুদ্দিন, মৌসুমি একাদশের বদরুজ্জামান ইতি, এসবিআলি ফুটবল একাডেমির সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন নাসিম, ইয়ং রেডসান ক্লাবের রুহুল আমিন, উল্কা ক্লাবের ফিরোজ আরেফিন, মহেশ্বরপাশা ক্লাবের উদয় নাথ মুন্সিসহ অন্যান্য ক্লাবের কর্মকর্তাবৃন্দ।