সংবাদ বিজ্ঞপ্তি:
নানা কর্মসূচীর মধ্য দিয়ে রবিবার খুলনায় সুশাসনের জন্য নাগরিক সুজনের ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। কর্মসূচীর মধ্যে ছিল কেক কাটা, র্যালী ও আলোচনা সভা। সকাল ১০টায় সংগঠনের মহানগর কমিটির সভাপতি আলহাজ্ব লোকমান হাকিমের সভাপতিত্বে খালিশপুর পাওয়ার হাউজগেটে কেক কাটা ও পরে র্যালী বের করা হয়। র্যালীটি পাওয়ার হাউজ গেট থেকে শুরু হয়ে বিআইডিসি সড়ক হয়ে আবারও একই স্থানে ফিরে আসে। পরে এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় অতিথি ছিলেন সংরক্ষিত আসনের কাউন্সিলর রহিমা আক্তার হেনা ও বিভাগীয় সমন্বয়কারী মাসুদুর রহমান রঞ্জু। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের মহানগর কমিটির সহ-সভাপতি অধ্যক্ষ এ এস এম সামসুদ্দোহা, শেখ আব্দুল হালিম, কারী মিজানুর রহমান, সংগঠনের খালিশপুর থানা কমিটির সভাপতি ডাঃ সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, সাধারণ সম্পাদক খলিলুর রহমান সুমন, সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম অভি, সহ-সভাপতি তাহেরুল আলম চৌধুরি, সহ-সম্পাদক মোল্যা মুরাদ হোসেন রিপন, শেখ মনিরুজ্জামান মনি, আসিফ ইকবাল, জাহিদুল ইসলাম বাদশা, খন্দকার খলিলুর রহমান, হাফিজুর রহমান মোর্তুজা, গোলাম কিবরিয়া, মনির পাটোয়ারীম মিলন খান, আহমেদ, শেখ মুনসুর আলী, হাসানুল করিম, আইয়ুব আলী প্রমূখ।