খুলনায় সওজ কর্মচারীদের কর্মবিরতি প্রত্যাহার

0
332

খুলনা টাইমস প্রতিবেদক:
বাংলাদেশ সড়ক ও জনপথ কেন্দ্রীয় সংসদ আহুত ৭ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে চলমান আন্দোলনের ২য় পর্বের ৩য় দিনে গতকাল মঙ্গলবার সকাল ১১টায় কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের সাথে সচিবালয়ে যোগাযোগ মন্ত্রণালয়ের সচিববৃন্দের এক ফলপ্রসু আলোচনার প্রেক্ষিতে গতকাল দুপুর হতে কর্মসূচী প্রত্যাহার করা হয়েছে। ৭ দফা দাবীর ভিতরে কিছু দাবী মেনে নেওয়ায় এবং বাকী দাবী পরবর্তীতে মেনে নেওয়ার শর্তে এই কর্মসূচী প্রত্যাহার করা হয়।
সওজ কর্মচারীদের দাবীগুলি হলোঃ যাচাই-বাছাইকৃত ২৬৬৭ জন ওয়ার্কচার্জড কর্মচারীকে অবিলম্বে নিয়োগদান করা হবে। যারা মামলায় হাইকোর্ট থেকে রায় পাবে তাদের বিরুদ্ধে অধিদপ্তর থেকে কোন প্রকার আপিল না করে যোগদানের ব্যবস্থা গ্রহন করা হবে। যারা দৈনিক মজুরী ভিত্তিতে অথবা মাষ্টাররোলে চাকুরীরত আছে, তাদের বেতন বর্তমান জাতীয় বেতনস্কেলে হিসাব করে প্রতিদিনের মজুরী নির্ধারণ করে পরিশোধ করা হবে।
আগামী ১৫ই জানুয়ারী এর ভিতরে এই তিনটি দাবী বাস্তবায়িত করা না হলে ১৫ই জানুয়ারীর পরবর্তী সময়ে কেন্দ্রিয় সংসদ কর্তৃক সভা ডেকে পুনরায় কর্মসূচী দেওয়া হবে।