খুলনায় শেখ রাসেল আন্ত: বিভাগীয় টেনিস প্রতিযোগিতার উদ্বোধন

0
420

তথ্যবিবরণী : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মবার্ষিকী উপলক্ষে শেখ রাসেল আন্ত:বিভাগীয় টেনিস প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠান শুক্রবার (২৬ অক্টোবর) রাত সাড়ে সাতটায় খুলনা অফিসার্স ক্লাব টেনিস গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগিতা উদ্বোধন করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুষ্পুত্র শেখ সালাহ উদ্দিন জুয়েল। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া, পুলিশ কমিশনার মোঃ হুমায়ুন কবির, দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এম এ রব হাওলাদার, পুলিশ সুপার এস এম শফিউল্লাহ, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর এ্যাডভোকেট মোঃ সাইফুল ইসলাম এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ খুলনা মহানগরের সাবেক কমান্ডার অধ্যাপক মোঃ আলমগীর কবির। এতে সভাপতিত্ব করেন খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন। স্বাগত জানান খুলনা বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের উপপরিচালক মুহাম্মদ বিল্লাল হোসেন খান। শুভেচ্ছা বক্তৃতা করেন খুলনা প্রেসক্লাবের সভাপতি ফারুক আহমেদ। খুলনা অফিসার্স ক্লাবের ব্যবস্থাপনায় এবং খুলনা জেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে। এ প্রতিযোগিতায় ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বরিশাল, সিলেট ও রংপুর জেলার মোট ৩৪টি একক দল, ২২টি দ্বৈত দল অংশগ্রহণ করবে। মিডিয়া পার্টনার হিসেবে রয়েছেন খুলনা প্রেসক্লাব।