খুলনায় র‌্যাবের ভুয়া ক্যাপ্টেনসহ তিন চাঁদাবাজ গ্রেফতার

0
474

নিজস্ব প্রতিবেদক : খুলনায় র‌্যাবের ভূয়া ক্যাপ্টেন পরিচয়দানকারী তিনজন চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার বিকালে নগরীর খুলনা থানাধীন ১নং স্টেশন রোড থেকে তাদের গ্রেফতার করেছে র‌্যাব-৬। গ্রেফতারকৃতরা হলেন সোনাডাঙ্গা থানাধীন নিউমার্কেট এলাকার ফিরোজ সাহেবের বাড়ীর ভাড়াটিয়া মৃত চান্দু শেখ এর ছেলে মোঃ নাসিম শেখ (২৪), একই এলাকার খালেক সরদার’র ছেলে মনিরুল সরদার (৪০) ও ১৭/১৯ মিস্ত্রিপাড়া এলাকার কবির ফরেস্টারের বাড়ির ভাড়াটিয়া মৃত আব্দুল লতিফ মৃধার ছেলে মোঃ সামসুর রহমান (৪৮)। এসময় তাদের কাছ থেকে ৬ বোতল ফেন্সিডিল ও চাঁদার ১০ হাজার টাকা উদ্ধার করা হয়।
র‌্যাবের স্পেশাল কোম্পানী কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মোঃ এনায়েত হোসেন মান্নান জানান, গ্রেফতারকৃতরা র‌্যাব-৬ এর অফিসার ও সোর্সের পরিচয় দিয়ে ১নং স্টেশন রোডের মৃত বাবুল খান এর ছেলে মোঃ নাদিম খান বাবুর কাছ থেকে প্রায় সময় চাঁদা দাবী করে। গত-১৬/০৮/১৮ তারিখে উক্ত বিষয়টি মোঃ নাদিম খান বাবু র‌্যাব-৬ খুলনাকে অবগত করলে র‌্যাব-৬ এর স্পেশাল কোম্পানী কমান্ডার চাঁদা দেওয়ার পূর্বে টাকাগুলো ফটোকপি করে রাখার নির্দেশ দেন এবং বিষয়টি র‌্যাব-৬ নজরদারী করতে শুরু করে। অতপর শনিবার বিকাল ৫টা ১০ মিনিটে বাবু উক্ত আসামীদের ১০ হাজার টাকা চাঁদা দেওয়ার পরে র‌্যাব-৬ এর একটি অপারেশন টিম তাদের হাতে থাকা আদায়কৃত চাঁদার ১০ দশ হাজার টাকাসহ গ্রেফতার করেন এবং ঘটনাস্থলেই জব্দকৃত টাকার সাথে পূর্বের ফটোকপি করা টাকার নম্বরের সাথে মিলেয়ে দেখা হয় এবং হুবহু মিল পাওয়া যায়। এছাড়া উক্ত আসামীদের প্রত্যকের প্যান্টের পকেট থেকে ২ বোতল করে ফেন্সিডিল ৩ জন আসামীর নিকট মোট ৬ বোতল ফেন্সিডিল পাওয়া যায়।
তিনি আরও জানান, আসামীদের জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে, নাসিম শেখ নিজেকে র‌্যাবের ক্যাপ্টেন রহিম পরিচয় দেয় এবং আসামী মনিরুল ও সামসু র‌্যাব-৬ এর সোর্স হিসেবে দাবী করে অবৈধ ব্যবসায় সহযোগীতার নামে বিভিন্ন সময়ে চাঁদা আদায় করেছে এবং সর্বশেষ ১০ হাজার টাকা আদায় করেছে। আসামীদের বিরুদ্ধে খুলনা থানায় দন্ডবিধি ও মাদকদ্রব্য আইনে পৃথক ০২ টি মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।