খুলনায় মাদক ব্যবসায়ীর ৬ মাসের কারাদণ্ড

0
368

খুলনা টাইমস প্রতিবেদক:
খুলনায় মাসুদ শেখ নামের এক মাদক ব্যবসায়ীকে ৬ মাসের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড প্রদান করেছে উপজেলা প্রশাসন। গতকাল মঙ্গলবার দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার শম্পা কুন্ডুর নেতৃত্বে সুগন্ধি গ্রামে অভিযান পরিচালনা করে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ।
মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক সাইফুর রহমান রানা জানান, আসামী মাসুদকে গাঁজা ও মদসহ আটকের পর বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হলে তাকে তিনি কারাদণ্ড ও অর্থদণ্ড করেন। অপর একটি অভিযানে হাজিগ্রামের মো: লোকমান হোসেন মোল্যার বসতঘর তল্লাশি করে ১০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। এসময় তাকে গ্রেফতার করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।