নিজস্ব প্রতিবেদক : খুলনা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিপ্তরের নগররী বড় বার্মাশীল রোডে ঝটিকা অভিযান পরিচালনা করেছেন। ‘খুলনা শিক্ষার্থীরা উদ্বেগজনকভাবে মাদকে সম্পৃক্ত হচ্ছে!’ শীর্ষক শিরোনামে প্রতিবেদন গত ২৬ সেপ্টেম্বর (বুৃধবার) স্থাণীয় পত্রিকা ও বিভিন্ন অনালাইন পোর্টেকলে প্রকাশিত হওয়ার পর তারা এ অভিযান পরিচালনা করেন। এ সময় কার্তিক দেব (৪২) নামে এক ব্যক্তিকে অবৈধ দেশীয় চোলাই মদ সেবন করার অপরাধে তাকে হাতেনাতে আটক করেন। ২৬ সেপ্টেম্বর (বুধবার) রাত সাড়ে ৭টায় এক ঝটিকা এ অভিযান পরিচালনা করা হয়। পরবর্তীতে জেলা প্রশাসেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জিব দাস ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাকে এক হাজার টাকা জরিমানা করেন।
এর আগে ২৪ সেপ্টেম্বর র্যাব-৬ এর একটি টিম ওই এলাকায় অভিযান চালিয়ে ১৪০ লিটার চোলাইমদসহ ১৫ মাদক বিক্রেতাসহ ২৭জনকে আটক করেন।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সূত্র মতে, সংস্থার উপ-পরিচালক মোঃ রাশেদুজ্জামানের তত্ত্বাবধানে একটি টিম ‘ক্র্যাশ অপারেশন’ ৭ম দিনে অভিযান পরিচালনা করেন। এ সময় নগরীর বড় বার্মাশীল রোড সুইপার কলোনীতে অভিযান পরিচালনা করেন। অভিযানে অবৈধ দেশীয় চোলাই মদ সেবন করার অপরাধে ভুৃদেবের পুত্র কার্তিক দেবকে আটক করেন। এর আগে ২৫ সেপ্টেম্বর ‘ক’ সার্কেলের পরিদর্শক হাওলাদার মোহাম্মদ সিরাজুল ইসলামের নেতৃত্বে একটি টিম নগরীর নতুন বাজার এলাকায় অভিযানে মঞ্জুর শেখের পুত্র মোঃ ইয়াসিন শেখ (৩২) নামে এক ব্যক্তিকে ৫পিস ইয়াবাসহ আটক করেন। পরবর্তীতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মিজানুর রহমান ভ্রমাম্যান আদালত পরিচালনা করেন তাকে ৫ হাজার টাকা জরিমানা করেন। অভিযানে ‘ক’ সার্কেলের পরিদর্শক হাওলাদার মোহাম্মদ সিরাজুল ইসলাম, ‘খ’ সার্কেলের পরিদর্শক সাইফুর রহমান রানা, গোয়েন্দা পরিদর্শক পারভীন আক্তার, পরিদর্শক আব্দুল্লাহ আল মামুনসহ এপিবিএন এর সদস্যরা উপস্থিত ছিলেন। উপ-পরিচালক মোঃ রাশেদুজ্জামান বলেন, অবৈধ চোলাইমদ সেবনকারী ও বিক্রেতাদের বিরুদ্ধে তাদের অভিযান অব্যহত থাকবে।
উল্লেখ্য, গত ২৪ সেপ্টেম্বর রাতে র্যাব-৬ এর একটি টিম নগরীর বড় বার্মাশীল রোড সুইপার কলোনীতে অভিযান চালিয়ে ১৪০ লিটার চোলাই মদসহ ২৭ জনকে আটক করেন। এদের মধ্যে বিভিন্ন বিভিন্ন কলেজের ১২ শিক্ষার্থী রয়েছেন। বাকীরা মাদক কেনাবেচা ও সেবনের সাথে সম্পৃক্ত। র্যাবের স্পেশাল কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ এনায়েত হোসেন মান্নান এ অভিযানে নেতৃত্ব দেন। মদ সেবন করতে আসা আটক নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১২ শিক্ষার্থীকে সতর্ক করে অভিভাবকদের কাছে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।