নিজস্ব প্রতিবেদক : খুলনা জেলা মাদকদ্রব্য’র গোয়েন্দা শাখা ও ‘খ’ সার্কেলের পৃথক অভিযান পরিচালনা করে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছেন। আটককৃতরা হচ্ছে মিলি বেগম (৩৮) ও নাজমা বেগম(৩৬)। এর মধ্যে নাজমা বেগমকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৩ মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২৪ এপ্রিল) খুলনার সদর থানা ও ফুলতলায় দিনব্যাপী পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ফুলতলা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাশরুবা ফেরদৌস।
খুলনা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় সূত্র মতে, সংস্থার উপ-পরিচালক মোঃ রাশেদুজ্জামানের তত্ত্বাবধায়নে গোয়েন্দা শাখা ও ‘খ’ সার্কেলের পরিদর্শক নেতৃত্বে একটি টিম মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন। ‘খ’ সার্কেলের পরিদর্শক মোঃ সাইফুর রহমানের নেতৃত্বে একটি টিম ফুলতলা পয়গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় ওই এলাকার বাসিন্দা ইদ্রিস মল্লিকের স্ত্রী নাজমা বেগমকে ৪০ পিস ইয়াবাসহ আটক করেন। পরবর্তীতে ফুলতলা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাশরুবা ফেরদৌস ভ্রাম্যমান আদালত পরিচালনা করে আসামিকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। অপরদিকে গোয়েন্দা শাখার পরিদর্শক পারভীন আক্তারের নেতৃত্বে একটি টিম নগরীর পূর্ববানিয়াখামার অভিযান পরিচালনা করেন। এ সময় ওই এলাকার বাসিন্দা মোঃ শহিদুল ইসলামের স্ত্রী লিলি বেগমকে ২১৫ পিস ইয়াবাসহ আটক করেন। এ সময় অভিযানে টের পেয়ে লিলির ছেলে আবিদ হাসান ওরফে আফজাল(২০) পালিয়ে যায়। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মা ও ছেলের নামে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। ওই অভিযানে আর্মড পুলিশ ব্যাটালিয়ন ০৩, শিরোমণী উপস্থিত ছিলেন।