ফুলবাড়ীগেট (খূলনা) প্রতিনিধিঃ
নগরীর খানজাহান আলী থানাধীন খুলনা যশোর মহাসড়কের গিলাতলা ডাক্তার বাড়ী এলাকায় খানজাহান আলী থানার টহল পুলিশ ভ্যান এবং সৌখিন পরিবহনের মুখোমুখি সংঘর্ষে এসআই আব্দুল হক সহ পুলিশের ৫ সদস্য আহত হয়েছেন।
প্রত্যক্ষদশী এবং পুলিশ সুত্রে জানাগেছে, শুক্রবার (২২ জুন) সকাল পৌনে ১১টার খুলনা থেকে ছেলে আসা ঢাকাগামী(ঢাকা মেট্রো ব- ০২-০৪০৬) সৌখিন পরিবহন ডাক্তার বাড়ী এলাকা ক্রস করার সময় পথের বাজার থেকে থানা দিকে আসার পথে খানজাহান আলী থানার পুলিশের টহল ভ্যান(খুলনা মেট্রো ম-০২-০০১৪) সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে খানজাহান আলী থানার এস আই আব্দুল হক, গাড়ীর ড্রাইভার পুলিশ সদস্য এনামুল, কামরুজ্জামান, আনছার সদস্য ফরিদ হোসেন, সাইফুল ইসলাম আহত হয়। সংঘর্ষে পুলিশ ভ্যানের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ লিয়াকত আলী জানান, এই ঘটনায় পুলিশের একজন কর্মকর্তা সহ গাড়ীর সকল সদস্য ইনজুরী হয়েছে। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওযা হচ্ছে। সৌখিন পরিবহনটিতে যাত্রী থাকায় মুচলেকা জিম্মায় গাড়ীটিকে ছেড়ে দেওয়া হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে মামলা নং ১৬ তাং ২২/৬.১৮)