খুলনা টাইমস প্রতিবেদক:
খুলনায় আয়কর মেলা উপলক্ষে সাজসজ্জার কাজ চলাকালে বেলুন ফোলাতে গিয়ে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে একজন আহত হয়েছেন। গতকাল সোমবার নগরীর বয়রা এলাকায় খুলনা বিভাগীয় কর কার্যালয়ে এই ঘটনা ঘটে। আহত ব্যক্তির নাম ইসলাম। তিনি ওই সিলিন্ডারের মালিক। কর কার্যালয় সাজাতে বেলুন ফোলানোর জন্য অর্থের বিনিময়ে তাকে নিয়োজিত করে কর্তৃপক্ষ।
খুলনার কর পরিদর্শক সোনিয়া আক্তার জানান, আগামী ১ নভেম্বর আয়কর মেলা উপলক্ষে ভবন প্রাঙ্গণে সাজসজ্জার কাজ চলছিল। আয়কর মেলা সম্পর্কে সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণের জন্য বিশাল সাইজের দুটি বেলুন আনা হয়। এর একটি বেলুনে গ্যাস ভরার সময় দুপুরে বিকট শব্দে সিলিন্ডারটির বিস্ফোরণ ঘটে।
কর কার্যালয় ভবনের পেছনে ধোঁয়ার সৃষ্টি হয়। সেখান থেকে গুরুতর আহত অবস্থায় ইসলামকে উদ্ধার করে পাশের আদ-দ্বীন হাসপাতালে ভর্তি করা হয়। পরে কর কমিশনার মো. ইকবাল হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা আহত ইসলামকে দেখতে যান। সেখানে তার চিকিৎসার খোঁজ-খবরও নেন তারা। এদিকে শব্দ শুনে কর কার্যালয়ের পাশে অবস্থিত খুলনা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।#