খুলনায় বিএফএফ-সমকাল বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন জিলা স্কুল

0
610

বিজ্ঞপ্তি : বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (বিএফএফ) ও দৈনিক সমকালের উদ্যোগে জাতীয় স্কুল বিজ্ঞান বিতর্কের খুলনা আঞ্চলিক পর্যায়ের উৎসব শনিবার অনুষ্ঠিত হয়েছে। বিতার্কিকদের যুক্তিতর্কে শনিবার সকাল ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত উৎসবমুখর ছিল খুলনা কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণ।
শনিবার সকাল ১০টায় সমবেত জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে উৎসবের সূচনা হয়। প্রধান অতিথি হিসেবে উৎসবের উদ্বোধন করেন খুলনা সিটি করপোরেশনের নব-নির্বাচিত মেয়র তালুকদার আবদুল খালেক। বিশেষ অতিথি ছিলেন যশোর শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর আবুল বাশার মোল্লা।
উৎসবে খুলনা বিভাগের ৮টি জেলার চ্যাম্পিয়ন স্কুলগুলো যুক্তি যুদ্ধে অবতীর্ণ হয়। এর মধ্যে ক্ষুরধার যুক্তি উপস্থাপন করে বিভাগীয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে খুলনা জিলা স্কুল। রানার আপ হয়েছে যশোর জিলা স্কুল। এছাড়া খুলনা জিলা স্কুলের দলনেতা আলিফ আল জামান সেরা বক্তা নির্বাচিত হন।
উৎসবে বিচারকের দায়িত্ব পালন করেন খুলনার শহীদ সোহরাওয়ার্দী কলেজের সহকারী অধ্যাপক শেখ দিদারুল আলম, আযমখান সরকারি কমার্স কলেজের সহকারী অধ্যাপক এম এম কবির আহমেদ, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মনোজ কুমার মজুমদার, সেন্ট যোসেফস উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক স্বর্ণকমল রায়, খুলনা কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক হুর এ জান্নাত বুলবুলি ও খুলনা বিশ্ববিদ্যালয়ের নৈয়ায়িক ডিবেটিং ক্লাবের সভাপতি আরমান ইসলাম। তাদেরকে সহযোগিতা করেন নৈয়ায়িক ডিবেটিং ক্লাবের সদস্য তৈয়েবুর রহমান তামিম ও আল মেহেদী।
বিকাল ৩টায় পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর আবুল বাশার মোল্লা। স্বাগত বক্তৃতা করেন সমকালের খুলনা ব্যুরো প্রধান মামুন রেজা। উপস্থিত ছিলেন সমকালের স্টাফ রিপোর্টার হাসান হিমালয়, ফটো সাংবাদিক জাহিদুল ইসলাম, বটিয়াঘাটা প্রতিনিধি সোহেল রানা প্রমুখ।