টাইমস প্রতিবদক:
খুলনায় বাস-ট্রাক সংঘর্ষে সাজ্জাদ শেখ (২৫) নামে এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় বাসের কমপক্ষে ১৫ যাত্রী আহত হয়েছেন। শুক্রবার দুপুরে পৌনে ২টার দিকে রুপসা উপজেলার আমদাবাদ ককসীটের মোড়স্থ খুলনা-মোংলা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
রুপসা থানার এসআই রাজিব সরকার জানান, যাত্রীবাহী একটি বাস রুপসা থেকে বাগেরহাটের উদ্দেশ্যে ছেড়ে যায়। খুলনা-মোংলা মহাসড়কে পৌছে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে বিপরীত দিক থেকে আসা গ্যাস সিলিন্ডারবাহী একটি ট্রাকের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়।
এ সময় পাশে থাকা সাইকেল আরাহী সাজ্জাদ শেখ ট্রাকের আঘাতে ঘটনাস্থলেই মারা যায়। সাজ্জাদ স্থানীয় নেহালপুর গ্রামের নূর ইসলামের ছেলে। এ ঘটনায় পুলিশ বাস ও ট্রাক আটক করেছে। তবে চালক ও হেলপাররা পলাতক রয়েছে।