খুলনায় পাটকলগুলোতে চলছে শ্রমিক ধর্মঘট

0
492

টাইমস প্রতিবেদন :
খুলনার সরকারি পাটকলগুলোতে আজ নবম দিনের মত চলছে শ্রমিক ধর্মঘট। গত আট দিনের কর্মবিরতিতে উৎপাদন ঘাটতি দাঁড়িয়েছে এক হাজার ৯৬০ টনে। টাকার অংকে যা প্রায় ১৯ কোটি ৬০ লাখ টাকা।

এদিকে মজুরির দাবিতে আন্দোলনরত শ্রমিকদের ৮ থেকে ৯ সপ্তাহের পাওনা মজুরি ৩৮ কোটি টাকা। আন্দোলনের কারণে প্রতিদিন প্রায় ২২৫ টন পাটজাত পণ্য উৎপাদন ব্যাহত হচ্ছে।

গেল বৃহস্পতিবার ক্রিসেন্ট, দৌলতপুর , ইস্টার্ণ, খালিশপুর ও স্টার এই পাঁচটি পাটকলের শ্রমিকের এক সপ্তাহের মজুরি দেয়া হয়।

তবে সম্পূর্ণ বকেয়া না পাওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন শ্রমিক-কর্মচারীরা।