খুলনা টাইমস প্রতিবেদক:
খুলনায় নকল সীমানা পিলারসহ স্বপন বাইন (৫৫) নামের প্রতারক চক্রের এক হোতাকে গ্রেফতার করেছে পুলিশ। গত সোমবার দিবাগত সোয়া ১২টার দিকে তাকে কয়রা উপজেলার মহেশ্বরীপুর গ্রামের নিজ বাড়ি থেকে নকল সীমানা পিলারসহ গ্রেফতার করা হয়।
জেলা পুলিশের গোয়েন্দা শাখার ইনচার্জ পুলিশ পরিদর্শক (ওসি) শিকদার আক্কাস আলী বলেন, প্রতারক চক্রের সদস্য স্বপন বাইন কোটি টাকা দামের কথিত একটি সীমানা পিলার নিয়ে দীর্ঘদিন ধরে এলাকাবাসীর সঙ্গে প্রতারণা করে আসছিলো। এছাড়া বিভিন্ন জায়গা থেকে লোকজন এনে পিলারটি বিক্রির কথা বলে টাকা হাতিয়ে নিচ্ছিলো। গত সোমবার তারা একই উদ্দেশ্যে সংঘবদ্ধ হলে গোপন সংবাদের ভিত্তিতে উক্ত নকল সীমানা পিলারসহ তাকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত পিলারে ঊধংঃ ওহফরধ ১৮১৮ ঝধষ (ইস্ট ইন্ডিয়া ১৮১৮) লেখা রয়েছে। নিচে ত্রিকোন আকৃতি। এ ঘটনায় এস আই অর্জুন কুমার দাস বাদী হয়ে কয়রা থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেছেন।