খুলনায় দেড় লক্ষাধিক টাকা ও ১০০ পিস ইয়াবাসহ নারী আটক

0
730

বিশষ প্রতিনিধি, খুলনা
নগরীতে অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট বিক্রির ১ লাখ ৫২ হাজার টাকা এবং ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রিনা বেগম (৪৫) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল রাত সাড়ে ৭টার দিকে তাকে আটক করা হয়।
অতিঃ উপ-পুলিশ কমিশনার, ডিবি, এ এম কামরুল ইসলাম পিপিএম জানান, গোপন সংবাদের ভিত্তিতে খালিশপুর থানাধীন আসমা খান মঞ্জিলের নিচ তলায় আসামী রিনা বেগম এর বসতঘরের মধ্যে অভিযান চালিয়ে আসামী রিনা বেগমকে ইয়াবা ট্যাবলেট বিক্রয়লব্ধ ১ লাখ ৫২ হাজার টাকা এবং ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়েছে। সে খালিশপুর পুরাতন নিউমার্কেট রোড এলাকার ভাড়াটিয়া জাহাঙ্গীর হোসেনর স্ত্রী। আসামীর অপরাপর সহযোগীদর গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।