নিজস্ব প্রতিবেদক, খুলনা টাইমস : খুলনা জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে দু’দিন ব্যাপী আয়োজিত স্বাস্থ্য মেলা ও স্বাস্থ্য সমাবেশ বৃহস্পতিবার শেষ হয়েছে। নগরীর শামসুর রহমান রোডস্থ স্কুল হেলথ ক্লিনিক চত্তরে বুধবার এ মেলা শুরু হয়। সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন খুলনা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুহাম্মদ মিজানুর রহমান।
প্রধান অতিথির বক্ততায় সংসদ সদস্য বলেন, এ মেলা স্বাস্থ্য সেবার মানের বিষয়ে জনগণকে বাস্তব সম্মত ধারণা দিতে পেরেছ। এত করে মানুষ ভুল চিকিৎসা বা অপচিকিৎসা নেয়া থেকে অনেকটা দূরে থাকবে। এ মেলার ধারাবাহিকা বজায় রাখার অনুরোধ জানান এ নেতা।
অনুষ্ঠান বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা বিভাগীয় পরিবার পরিকল্পনা বিভাগের পরিচালক ব্রজ গোপাল ভৌমিক, স্বাস্থ্য বিভাগের উপ সচিব আবু মমতাজ সাদ উদ্দিন। জেলা স্বাস্থ্য সেবাগ্রহীতা ফোরামের সদস্য রাজি রহমানের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে বক্তৃতা করেন ইউনিসেফর হেলথ অফিসার ডাঃ এস এম নাজমুল আহসান, ওয়েভ ফাউন্ডেশনের প্রকল্প সমন্বয়কারী অরিরুদ্র রায়, সভা শেষে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। পরে মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। খুলনা জেলায় মা, নবজাতক ও শিশু স্বাস্থ্য সেবা ব্যবস্থায় জবাবদিহিতা শক্তিশালীকরণ এবং সেবা গ্রহীতাদের অধিকার নিশ্চিতকরণ সহায়তা প্রদান(এমএনসি এইচ) প্রকল্পের স্বাস্থ্য মেলায় অংশ নেন জোলা স্বাস্থ্য গ্রহীতা ফোরামের সভাপতি এড. মোমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক খলিলুর রহমান সুমন, সহ-সভাপতি রেহেনা আক্তার, প্রচার সম্পাদক মোহাম্মদ নুরুজ্জামান, সদস্য আব্দুল হালিম, জিএম মহিউদ্দীন, ওয়েভ ফাউন্ডেশনের প্রোগ্রাম ম্যানেজার গোলাম কিবরিয়া, শরিফুল আলম লিটন, সহিবা প্রমূখ।
অনুষ্ঠান সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. এ এস এম আব্দুর রাজ্জাক। তিনি খুলনা জেলার গত দশ মাসের মা ও শিশু স্বাস্থ্য পরিসংখ্যান তুলে ধরেন। মেলায় বিভিন্ন সরকারি ও বেসরকারি স্বাস্থ্য সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের ৩৫টি স্টল অংশ নয়।
খুলনা জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে ওয়েভ ফাউন্ডেশন ও স্বাস্থ্য গ্রহীতা ফোরামের সার্বিক সহযোগিতায় আয়োজিত মেলায় ব্যাপক সাড়া পড়ে। সমাপনী দিনে বৃহস্পতিবার সকাল ১০টায় ‘মা ও নবজাতক শিশু মত্যুহ্রাসকরণ সরকারের চাইত জনগণের ভূমিকাই মূখ্য’ শীর্ষক শিরোনামে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এ প্রতিযোগিতায় অংশ নেয় খুলনা সরকারি মহিলা কলেজ বনাম এমএম সিটি কলেজ। এম এম সিটি কলেজের শিক্ষার্থীরা জয়ী হয়। শ্রেষ্ঠ বক্তা হিসেবে নির্বাচিত হন মাহদী মুশফিক কামাল। বিকল ৩টায় সমাপনী অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও পূর্ব নির্ধারিত প্রধান অতিথি মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি সময় দিতে না পারায় মেলা দুপুরেই সমাপ্তি ঘোষণা করা হয়।