খুলনায় তিন বছরের শিশু অপহরনকারী গ্রেফতার

0
489

নিজস্ব প্রতিবেদকঃ খুলনা থেকে জোবায়ের নামে ৩ বছরের শিশু অপহরনের পাঁচ দিনের মাথায় অপহরনকারী মামাতো বোনকে গ্রেফতার  ও অপহৃত শিশুটিকে উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৫ জুলাই) দুপুরে লবণচরা থানাধীন জিরো পয়েন্ট এলাকা হইতে অপহরনকারীদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন  মোছাঃ খাদিজা আক্তার(২২)। আছিয়া লবনচরা থানার জিরোপয়েন্ট এলাকার মোঃ জাহিদ হোসেনের কন্যা, এসময় মোঃ জাহিদ হোসেন (৫০) সহ মোঃ ইসমাইল হোসেন (২০) আরো এক ব্যাক্তিকে আটক করেছে পুলিশ।

খুলনার উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) সোনালী সেন খুলনাটাইমসকে জানান,গত ইং ২১ শে জুলাই শনিবার বিকাল ৫.১৫ মিনিটের সময় লবণচরা থানাধীন হরিণটানা রিয়াবাজার লোকমান এর ভাড়া বাড়ী হইতে শিশু জোবায়ের এর মামাতো বোন খাদিজা আক্তার কৌশলে জোবায়েরকে অপহরণ করে অজ্ঞাত স্থানে আটক করে রাখে এবং মুক্তিপণ বাবদ ১০,০০,০০০/-(দশ লক্ষ) টাকা দাবী করে। এর প্রেক্ষিতে জোবায়েরে মাতা আছিয়া বেগম বাদী হয়ে লবণচরা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ০৩) এর ৭/৮/৩০ রুজু মামলা দায়ের করলে(মামলা নং-১৯), লবণচরা থানা পুলিশ এবং কেএমপি এর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সঙ্গে সঙ্গে বিভিন্ন টিমে বিভক্ত হয়ে খুলনা মেট্রোপলিটন এলাকাসহ আশপাশের বিভিন্ন জেলার বিভিন্ন থানায় নিরবিচ্ছিন্ন অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযানের প্রেক্ষিতে ২৫ শে জুলাই দুপুর আনুমানিক ২.৩০ এর সময় লবণচরা থানাধীন জিরোপয়েন্ট এলাকা হইতে আসামীদের গ্রেফতার করা হয় এবং তাদের হেফাজত হইতে জোবায়ের কে উদ্ধার করা হয়। যাহা লবণচরা থানার অফিসার ইনচার্জ, পুলিশ পরিদর্শক (তদন্ত) ও সংশ্লিষ্ট অফিসার ও কেএমপি এর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিরলস পরিশ্রমের ফলে ভিকটিমকে উদ্ধারসহ এজাহারনামীয় আসামীদের গ্রেফতারে সক্ষম হয়।