নিজস্ব প্রতিবেদক : খুলনা মহানগরীতে নাছিমা আক্তার পিয়া (২২) নামের এক তরুণীকে দেহ ব্যবসায় বাধ্য করা ও তাকে পরিকল্পিতভাবে হত্যা মামলায় রমজান ওরফে বড় বাবু নামের এক যুবককে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার খুলনা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. শহীদুল ইসলাম এই রায় প্রদান করেন।
আইনজীবীরা জানায়, ২০১১ সালের ৯ নভেম্বর মহানগরীর দারুস সালাম মহল্লায় ভাড়াবাড়িতে পিয়াকে হত্যা করা হয়। দুইদিন পর তার লাশ উদ্ধার হয়। এ ঘটনায় ১১ নভেম্বর নিহতের ভাই শেখ হাসান সোনাডাঙ্গা থানায় হত্যা মামলা করেন। পরে মামলার আসামী রমজানকে গ্রেফতার করে পুলিশ। রায় ঘোষণাকালে আসামী আদালতে উপস্থিত ছিলেন।