নিজস্ব প্রতিবেদক : খুলনা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)’র বিশেষ অভিযানে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করা হয়েছে। আটকরা হলেন রূপসার যুুগিহটী পূর্বপাড়া এলাকার মেহেদী শেখ’র ছেলে তহিদুল ইসলাম (২২) ও মৃত খোকন মল্লিক’র ছেলে টনিস মল্লিক (৩০)। রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাদের আটক করা হয়।
ডিবি পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার এসএম শফিউল্লাহ এর সার্বিক তত্বাবধানে ও জেলা গোয়েন্দা শাখার ওসি তোফায়েল আহমেদ এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে রূপসা থানা এলাকায় মাদক ও অস্ত্র গুলি উদ্ধারসহ বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে গোপন সংবাদের ভিত্তিতে রূপসা থানাধীন যুগিহাটী পশ্চিমপাড়া সাকিনস্থ জনৈক আসাদুল হক এর বাগান বাড়ীর পরিত্যাক্ত টিনের দোচালা ঘরের মধ্যে উল্লেখিত মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট তহিদুল ও টনিসকে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছে। ঘটনাস্থল থেকে তাদের সহযোগী আসামি অভি গোলদার এবং নয়ন নিকারী আরো অনেক ইয়াবা ট্যাবলেট সহ পালিয়ে যায়। এ সংক্রান্তে রূপসা থানা মাদক আইনের মামলা রুজু হয়েছে।