খুলনায় ট্রাফিকদের সহযোগিতা করতে রাজপথে রোভার স্কাউট সদস্যরা

0
702

নাদিম উল আলম : খুলনা নগরীতে ট্রাফিক সপ্তাহ পালনে এবার রাজপথে নামলো বিভিন্ন কলেজের রোভার স্কাউটের সদস্যরা। গতকাল রবিবার ট্রাফিক সপ্তাহ’র প্রথমদিনেই তারা ট্রাফিক পুলিশদের সহযোগিতা করতে মাঠে নেমেছেন। নগরীর বিভিন্ন সড়কের মোড়ে স্কাউটের পোষাকে তাদের এই দায়িত্ব পালন করেতে দেখা যায়।
রবিবার সকাল থেকে সড়কের বিভিন্ন মোড়ে ট্রাফিক পুলিশের ছোট ছোট অস্থায়ী বুথ দেখা যায়, যে সকল মোটরযানের ড্রাইভারদের কাগজপত্র সঠিক নয় তাদের বুথে নিয়ে কাগজপত্র কেন সঠিক নয় জিজ্ঞাসা করা হয় এবং পরামর্শ দেওয়া হয়। মোটরযানের ফিটনেস, ড্রাইভিং লাইসেন্স আছে কিনা এ বিষয়গুলো দেখছে রোভার স্কাউটের সদস্যরা।
খুলনা জেলা ইউনিট ও কলেজ শাখার মধ্যে আজমখান সরকারি কমার্স কলেজ, বিএল কলেজ, খুলনা সরকারি মহিলা কলেজ, সরকারি সুন্দরবন কলেজ রোভার সদস্যরা এ কাজে অংশগ্রহণ করে। তাদের মূলত কাজ হচ্ছে অটো রিক্সা, ইজিবাইক চালকদের যত্রযত্র পার্কিং করে যাত্রী না ওঠানোর জন্য বুঝানো।
এছাড়াও যে সকল মোটরযানের ফিটনেস বা ড্রাইভারদের লাইসেন্স নেই তাদেরকে স্কাউটরা ট্রাফিক সার্জেন্টের কাছে নিয়ে যায়। তিনি কাগজপত্র দেখে বুঝিয়ে বলছেন এবং যাদের জরিমানা করার প্রয়োজন মনে করেন সে সকল ড্রাইভারদের জরিমানা করেন।
এছাড়া মোটরবাইক চালকদের যাদের মাথায় হেলমেট নেই, তাদেরও অনুরোধ করছে হেলমেট মাথায় রাখতে। সেই সাথে ড্রাইভিং লাইসেন্স সঙ্গে রাখতেও অনুরোধ করেন স্কাউট সদস্যরা।
এ বিষয়ে সিনিয়র স্কাউট সদস্য পৃতিষ ও বিনয় সরকার বলেন, এই প্রথম ট্রফিক পুলিশ আমাদের তাদের সহযেগিতা কারার জন্য আমাদের সাথে নিয়েছেন। এ ধরনের কাজে আমাদের আমন্ত্রণ জানানোর জন্য আমরা খুবই আনন্দিত।
পথাচারী শেখ জুলহাজ বলেন, বিষয়টি সকাল থেকে লক্ষ্য করছি। আমার কাছে বেশ ভাল লাগছে স্কাউটের সদস্য ও ট্রফিক পুলিশ এক সঙ্গে সড়ক নিয়ন্ত্রন করছে। আশা করি গাড়ি চালকেরা ট্রাফিক আইন মেনে গাড়ি চালাবে।
আতিয়ার রহমান নামের একজন মোটরবাইক চালক তিনি বলেন, আমি ট্রাফিক আইন মেনে চলি। হেলমেট ব্যবহার করি, অনেক তরুণ রয়েছে তারা হেলমেট ব্যবহার করে না আজ তাদের মাথায় হেলমেট দেখা যাচ্ছে। বিষয়টি সত্যি অবাক করার মতো। স্কাউট সদস্য ও ট্রাফিক পুলিশ মিলে এটা করছে এভাবে সকলের সহযোগিতা থাকলে দেশের ট্রাফিক আইন সঠিকভাবে পালন করা হবে।