খুলনায় জাতীয়তাবাদী পরিষদের প্রার্থী পরিচিতি সভা

0
386

দেশে গণতন্ত্রহীন শ্বাসরুদ্ধকর পরিস্থিতি বিরাজ করছে দাবি করে বক্তারা বলেছেন, সচেতন মানুষ ব্যালটের মাধ্যমে সরকারকে এর জবাব দিতে চায়। ভোটারদের কেন্দ্রে উপস্থিতি ও ভোট দান নিশ্চিত করতে পারলে ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেটে রেজিস্টার্ড গ্রাজুয়েট প্রতিনিধি নির্বাচনে জাতীয়তাবাদী পরিষদ জয়লাভ করবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন তারা।
ঢাবি সিনেটে গ্রাজুয়েট প্রতিনিধি নির্বাচন উপলক্ষে খুলনায় অনুষ্ঠিত প্রার্থী পরিচিতি সভায় নেতৃবৃন্দ এসব কথা বলেন। বুধবার (২০ ডিসেম্বর) সন্ধ্যা ৬ টায় খুলনা প্রেসক্লাবের শহীদ সাংবাদিক হুমায়ুন কবীর বালু মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। খুলনায় প্রার্থী পরিচিতি সভার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু হলো বলে এ সময় জানানো হয়।
ঢাবি সিনেট প্রতিষ্ঠা এবং দেশে গণতান্ত্রিক রাজনীতির চর্চ্চায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন বক্তারা। তারা বলেন, মানুষ পরিবর্তন চায়। আগামী ৬ জানুয়ারী খুলনার আযম খান সরকারি কমার্স কলেজ কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সকাল ১০ টা হতে দুপুর ১ টা পর্যন্ত চলবে ভোট। খুলনা কেন্দ্রে ভোটার সংখ্যা সাড়ে ৫শ’। যাদের সিংহভাগ জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী। ভোটের দিন তাদের কেন্দ্রে উপস্থিতি নিশ্চত করতে পারলে আমাদের জয় অবশ্যম্ভাবী।
জাতীয়তাবাদী পরিষদ খুলনার নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক অধ্যক্ষ মাজহারুল হান্নান সভায় সভাপতিত্ব করেন। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সিনেট সদস্য প্রার্থী সিনিয়র আইনজীবী এ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার জাতীয়তাবাদী পরিষদের প্রার্থীদের ভোটারদের মাঝে পরিচয় করিয়ে দেন। সভায় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর কমিটির সভাপতি সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু, কেসিসির মেয়র মনিরুজ্জামান মনি, জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা। শুভেচ্ছা বক্তব্য রাখেন নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহবায়ক অধ্যাপক আ ন ম আব্দুল কুদ্দুস ও সদস্য সচিব অধ্যাপক আব্দুল মান্নান। প্রার্থীদের মধ্যে বক্তব্য রাখেন ডাঃ এস এম রফিকুল ইসলাম বাচ্চু, ডাঃ প্রভাত চন্দ্র বিশ্বাস, মোঃ সাইফুল ইসলাম ফিরোজ, মোঃ সেলিমুজ্জামান মোল্যা সেলিম এবং কে এম আমিরুজ্জামান শিমুল। অধ্যাপক মোঃ তৌহিদুজ্জামানের সঞ্চালনায় সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন অধ্যাপক নজিবুর রহমান। উপস্থিত ছিলেন সম্মিলিত পেশাজীবী পরিষদ খুলনার সদস্য সচিব অধ্যাপক ডাঃ সেখ মোঃ আখতার উজ জামান, ড্যাব নেতা ডাঃ রফিকুল হক বাবলু, খুলনা সংস্কৃতি কেন্দ্রের সভাপতি অ্যাডভোকেট শাহ আলম, কেসিসির কর্মকর্তা এস কে এম তাছাদুজ্জামান, ড্যাব নেতা অধ্যাপক ডাঃ এম এ লতিফ, শিক্ষক কর্মচারী ঐক্যজোট খুলনার সভাপতি অধ্যাপক মনিরুল হক বাবুল প্রমুখ।
প্রার্থী পরিচিতি সভায় বিপুল সংখ্যক ভোটার ছাড়াও বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি