খুলনা টাইমস প্রতিবেদক:
খুলনার রূপসা উপজেলার জাবুসা গ্রামে গ্লোরি জুট মিলের গুদামে রহস্যজনকভাবে আগুন লেগেছে। গতকাল রবিবার দুপুর দেড়টার দিকে এ আগুনের সূত্রপাত হয়। প্রায় ২ ঘন্টা চেষ্টা চালিয়ে বেলা সাড়ে ৩টার দিকে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রফিকুল ইসলাম বলেন, শেখ মনিরুজ্জামানের মালিকানাধীন গ্লোরি জুট মিলের ১নং গুদামে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন গুদামের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। এ সময় বিপুল পরিমাণ মুজদকৃত পাট পুড়ে যায়। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে নিশ্চিত হওয়া যায়নি বলে জানান ওসি।
খুলনার আঞ্চলিক ফায়ার সার্ভিস অফিসের উপ-পরিচালক মো. আবুল হোসেন জানান, ফায়ার ব্রিগেডের ৫টি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এখন ডাম্পিংয়ের কাজ চলছে। কীভাবে আগুন লেগেছে এবং কত টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে তা তদন্ত সাপেক্ষে নিশ্চিত হওয়া যাবে বলেও জানান তিনি।