নিজস্ব সংবাদদাতা, খুলনা টাইমসঃ
খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে খুলনায় জেলা ও মহানগর বিএনপি’র পৃথক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে বক্তারা খালেদা জিয়ার মুক্তি ও তার সু-চিকিৎসার জন্য সরকারের প্রতি আহবান জানান।
সোমবার (১০ সেপ্টেম্বর) দুপুরে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মহানগরীর কে ডি ঘোষ রোডে দলীয় কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচী পালন করে মহানগর বিএনপি।
মানববন্ধন কর্মসূচীতে সভাপতিত্ব করেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু।
বিএনপি নেতা অধ্যাপক আরিফুজ্জামান অপুর পরিচালনায় কর্মসূচিতে বক্তব্য রাখেন খুলনা সিটি মেয়র মনিরুজ্জামান মনি, বিএনপি নেতা কাজী সেকেন্দার আলী ডালিম, অধ্যক্ষ তারিকুল ইসলাম, আজিজুল হাসান দুলু, এহতেশামুল হক শাওন প্রমুখ।
কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মহানগরীর কে ডি ঘোষ রোডে দলীয় কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচী পালন করে জেলা বিএনপি। কর্মসূচিতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা।
এ সময়ে বক্তৃতা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমীর এজাজ খান, বিএনপি নেতা খান জুলফিকার আলী জুলু, কামরুজ্জামান টুকু, চৌধুরী কওসার আলী, খান আলী মুনসুর, রফিকুল ইসলাম বাবু প্রমুখ।