খুলনায় করদাতার সংখ্যা বেড়েছে সাতগুণ

0
366

খুলনা টাইমস প্রতিবেদন :
খুলনা কর অঞ্চলে ৬ বছরে আয়কর আদায় বেড়েছে প্রায় সাতগুণ। পাশাপাশি বেড়েছে নতুন করদাতার সংখ্যাও। নিয়মিত কর মেলার আয়োজন করে কর আদায় সহজ করায় বিভ্রান্তি কাটছে নাগরিকদের, বাড়ছে উৎসাহ। তাই প্রতিবছর আয়কর ও কর আদায়ের হারও বাড়ছে বলে জানিয়েছে এনবিআর।

প্রতিবারের মতো এবারও করদাতাদের সুবিধার্থে খুলনায় চলছে আয়কর মেলা। সাত দিনের এই মেলায় রয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য আলাদা বুথ।

খুলনা কর অঞ্চলের হিসাবে, ২০১১ সালের কর মেলায় নতুন করদাতা অন্তর্ভুক্তির সংখ্যা ছিল ৫৯৫ জন, আয়কর আদায় হয় সাড়ে ৩ কোটি টাকার বেশি। ২০১৬ সালের মেলায় নতুন করদাতা যুক্ত হয় ৪ হাজার ৮৬ জন, এবং কর আদায় হয় সাড়ে ২৮ কোটি টাকার বেশি।

মেলায় একইস্থানে টিআইএন নিবন্ধন, পুনর্নিবন্ধন, নতুন করদাতার টিআইএন প্রদান ও আয়কর প্রদানের সুযোগ থাকায় নাগরিকরাও উৎসাহ বোধ করছেন।

জনগণের আগ্রহের কারণে বাড়ানো হয়েছে মেলার পরিধিও।

এ বছর খুলনা অঞ্চল থেকে কর আদায়ের লক্ষ্য ধরা হয়েছে ২ হাজার ১৩৫ কোটি টাকা।