খুলনা টাইমস প্রতিবেদন :
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) খুলনার অধীনে হাট-বাজার উন্নয়ন প্রকল্পে তিন কোটি টাকার কাজ ভাগবাটোয়ারা করে নিয়েছে ক্ষমতাসীন যু সংগঠনের ঠিকাদাররা। যুবলীগ সমর্থিত ঠিকাদারদের বাঁধার কারণে সাধারণ ঠিকাদাররা দরপত্র জমা দিতে পারেননি বলে অভিযোগ উঠেছে।
সাধারণ ঠিকাদাররা অভিযোগ করে বলেন, এডিবি ও বাংলাদেশ সরকারের অর্থায়নে ফুলতলা বাজার উন্নয়ন ও ফুলতলার শাহপুর বাজার উন্নয়ন কাজ বাস্তবায়নে টেহুার আহবান করে এলজিইডি। এদুটি কাজে মোট বরাদ্দ রয়েছে ৩ কোটি টাকা। গত ৮ অক্টোবর সিডিউল বিক্রির শেষ দিনে দেখা যায় ২৫ টি সিডিউল বিক্রি হয়েছে। ওই দিনই ক্ষমতাসীন দল সমর্থিত ঠিকাদাররা দলীয় অফিস সংলগ্ন হোটেল সুন্দরবনে সিন্ডিকেট সভা করে কাজ ভাগবাটোয়ারা করে নেয় নিজেদের মধ্যে। পরের দিন ৯ অক্টোবর সকাল থেকে বেলা ১ টা পর্যন্ত দরপত্র জমা দেওয়ার সময় নির্ধারিত ছিলো। কিন্তু সকাল থেকে নগর ও জেলা যুবলীগের দুই শীর্ষ নেতার নেতৃত্বে যুবলীগের নেতা-কর্মীরা এলজিইডি অফিস ও তার আশপাশের এলাকায় পাহারা বসায়। তাদের বাধারমুখে সাধারণ ঠিকাদাররা দরপত্র জমা দিতে পারেননি। ওই দিন বেলা দেড়টায় দরপত্র বাক্স খোলা হলে দেখা যায় দুটি কাজে মাত্র ৫টি দরপত্র জমা পড়েছে। এরমধ্যে ফুলতলা বাজার উন্নয়ন কাজে তিনটি এবং শাহপুর বাজার উন্নয়ন কাজে দুটি দরপত্র জমা পড়েছে। কাজ দুটি পেয়েছেন জিয়াউল ট্রেডার্স এবং যুবলীগ নেতা শেখ মোহান্মাদ হানিফের মালিকানাধীন ঠিকাদারী প্রতিষ্ঠান।
এব্যাপারে যুবলীগ নেতা নাহিদ মুন্সি বলেন, কাজ ভাগবাটোয়ারা সম্পর্কে তিনি কিছুই জানেন না।
এলজিইডির নির্বাহী প্রকৌশলী এম এ রাকিবুল আলম বলেন এ সংক্রান্ত কোন লিখিত অভিযোগ তিনি পাননি।