সংবাদ বিজ্ঞপ্তি : ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর ও জেলার উদ্যোগে আগামী ৬ জানুয়ারী সকাল দশটায় খুলনা গোয়ালখালী মাদ্রাসায় উলামা ও সূধী সম্মেলন অনুষ্ঠিত হবে।উলামায়ে সম্মেলন সফলের লক্ষ্যে আজ ( ১ জানুয়ারি) খুলনার দারুল উলুম, মাদানী নগর, মহাম্মদ নগর, খাদিমুল ইসলাম, মারকাজুল ইসলাম, আলীয়া মাদ্রাসাসহ বিভিন্ন মাদ্রাসা সফর করেন ৷
মাদ্রাসার দাওয়াতী সফরে ছিলেন ইসলামী আন্দোলন বাংলদেশ খুলনা নগর সভাপতি অধ্যক্ষ মাওলানা মুজ্জাম্মিল হক, নগর সেক্রেটারি মুফতী আমানুল্লাহ, গোয়ালখালী জামিয়া রশীদিয়া শাখার সভাপতি মুফতী ওয়াক্কাস আলী, নগর ছাত্র ও যুব বিষযক সম্পাদক মাওঃ দ্বীন ইসলাম, নগর সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক আঃ রশীদ , ১৭ নং ওয়ার্ড সহ সভাপতি হাজী মারুফ রহমান , মাও সোহরাব হোসাইন, মাও হাফিজুর রহমান প্রমুখ। নেতৃবৃন্দ মাদ্রাসার মোহতামিমদের কাছে দাওয়াত কার্ড পৌছে দেন এবং সম্মেলনে উপস্থিত থাকার আহবান জানান।
উল্লেখ যে উলামায়ে ও সূধী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলদেশ এর আমীর ও চরমোনাই পীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, বিশেষ অতিথি থাকবেন সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল. করীম, নায়েবে আমীর হাফেজ মাওঃ অধ্যক্ষ আব্দুল আউয়াল।