খুলনায়  ইসলামী শ্রমিক আন্দোলনের সমাবেশ ও র‍্যালী অনুষ্ঠিত

0
400
বিজ্ঞপ্তি: মঙ্গলবার (১লা মে) বিকাল ৪ টায় পাওয়ার হাউস মোড়স্থ নগর কার্যালয়ের সামনে ইসলামী শ্রমিক আন্দোলন খুলনা মহানগর কমিটির উদ্যোগে শ্রমিক দিবস উপলক্ষ্যে সমাবেশ ও র‍্যালী অনুষ্ঠান নগর সভাপতি আলহাজ্ব জাহিদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আবুল কালামের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সংগ্রামী মহাসচিব অধ্যক্ষ মাওঃ ইউনুস আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন মনোনিত মেয়র প্রার্থী অধ্যক্ষ মাওঃ মুজ্জাম্মিল হক, ইসলামী শ্রমিক আন্দোলন কেন্দ্রীয় সহ সভাপতি আলহাজ্ব আবু তাহের।
আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন খুলনা জেলা সভাপতি মাওঃ আব্দুল্লাহ ইমরান, নগর সহ সভাপতি শেখ মুহা. নাসির উদ্দিন, মাওঃ মোজাফ্ফার হোসাইন, নগর সেক্রেটারী মুফতী আমানুল্লাহ, জেলা সেক্রেটারী শেখ হাসান ওবায়দুল করীম, হাফেজ আসাদুল্লাহ্, মোঃ তরিকুল ইসলাম কাবির, আলহাজ্ব আবু তাহের, মোঃ আমজাদ হোসেন, মোঃ মফিদুল ইসলাম, গাজী মুরাদ হোসেন, মাওঃ হাফিজুর রহমান, মুহা. মোস্তফা হাওলাদার, মোঃ মাহববুব হোসেন, মুহা. জুবায়ের হোসেন, মোঃ শাহিন, আব্দুর রশিদ, মোঃ কামাল হোসেন, আলহাজ্ব ফজলুর রহমান, মাওঃ রাশিদুল ইসলাম, মাওঃ ইকবাল হোসেন, মোঃ ফারুক হোসেন, আবুল হোসেন, মোঃ কামরুল হোসেন, যুব নেতা এইচ এম জুনায়েদ মাহমুদ, ছাত্র নেতা মুহা. ইসহাক ফরীদি, শেখ আমিরুল ইসলাম, মুহা. হাসানুজ্জামান, মুহা সাইফুল ইসলাম, এসকে নাজমুল হাসান, এইচ এম খালিদ সাইফুল্লাহ, কাজী আল আমিন প্রমুখ নেতৃবৃন্দ।
সমাবেশে প্রধান অতিথি আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ ইউনুস আহমেদ বলেন, শিল্প নগরী খুলনা আজ মৃত্যু নগরীতে পরিনত হয়েছে, মিল কল – কারখানা বন্ধ, শ্রমিকরা না খেয়ে অর্ধাহারে জীবন যাপন করছে, তাদের ন্যায্য দাবী এখনও মেনে নেয়া হয়নি, অবিলম্বে তাদের দাবী মেনে নেওয়ার আহবান জানান। তিনি আরও বলেন, ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন ছাড়া কখনই শ্রমিকদের অধিকার আদায় করা সম্ভব নয়, তিনি সকল শ্রমিকদের ইসলামী শ্রমিক আন্দোলনের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
পরে এক বিশাল র‍্যালী নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।