খুলনায় ইসলামী আন্দোলন নেতার দোকানে দুর্বৃত্তদের আগুন 

0
354
শেখ মোঃ নাসির উদ্দিনঃ আজ ( ২রা ডিসেম্বর ) গভীর রাতে আনুমানিক রাত তিনটা থেকে সাড়ে তিনটা নাগাদ কে বা কারা ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলার রুপসা উপজেলার ২নং আইচগাতী ইউনিয়নের প্রচার সম্পাদক মোঃ ইমাম হোসেনের দোকানে আগুন ধরিয়ে দেয়। তিনি মুঠো ফোনে জানান কাচারী ঘাট সংলগ্ন তার একটি হোটেল রয়েছে সেখানে প্রতিদিন পরাটা, পুরী এবং সিঙ্গারা বেচাকেনা করেন, প্রতিদিনের ন্যায় বেচাকেনা করে রাতে বাসায় চলে যান, পরবর্তীতে রাতে এলাকার লোকজন তাকে ডেকে নিয়ে যায় এবং দেখে আগুনে পুরে সব ছাই গেছে। নৈশ প্রহরী কিছুই জানেনা বলে জানান। এলাকার বাসিন্দা মিল্কী দেয়াড়া মসজিদের সভাপতি শেখ মোঃ আফজাল হোসেন জানান ইমাম হোসেনের মতো একজন ভদ্র, শান্ত ছেলে নেই ওর কোনো শত্রু আছে কিনা আমার জানা নেই তিনি বলেন দুটি কারণে হতে পারে সেটা হলো ওর দোকানে সবচেয়ে বেচাকেনা ভালো সমস্ত নামাজি লোক দোকানে নাস্তা করে সেজন্য হিংসার কারণে অথবা যেসকল ছেলেরা নেশা করে তারাও  হতে পারে । ক্ষতিগ্রস্থ ইমাম হোসেন রুপসা থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। এই ঘটনায় ইসলামী আন্দোলন বাংলাদেশ, শ্রমিক আন্দোলন, যুব আন্দোলন ও ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।