খবর বিজ্ঞপ্তি:
খুলনা মহানগর আওয়ামাী লীগ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এ্যাড. খন্দকার মজিবর রহমান-এর মা মোসা. আনোয়ারা বেগম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে …….. রাজেউন)। মঙ্গলবার সকালে তিনি পটুয়াখালির কালিকাবাড়ি গ্রামে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি ছেলে মেয়ে, নাতি-নাতনি ও আত্মীয় স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমার নামাজে জানাযা বাদ আসর কালিকাবাড়িতে অনুষ্ঠিত হয়। জানাযা শেষে মরহুমাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এদিকে খন্দকার মজিবর রহমান-এর মায়ের মৃত্যুতে গভীর শোক, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন, কেন্দ্রিয় নেত্রী ও সাবেক মন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক এমপি, খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সাবেক হুইপ এস এম মোস্তফা রশিদী সুজা এমপি, কেন্দ্রিয় নেতা এস এম কামাল হোসেন, মহানগর আওয়ামী লীগ সাধারণ সাধারণ সম্পাদক ও ১৪দলের সমন্বয়ক আলহাজ্ব মিজানুর রহমান মিজান এমপি।