নিজস্ব প্রতিবেদক : খুলনা মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের সম্মেলন কক্ষে পুলিশ কমিশনার হুমায়ুন কবির, পিপিএম এঁর সভাপতিত্বে আগস্ট মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের জন্য দৃশ্যমান পুলিশিং ব্যবস্থা গ্রহণ। অপরাধ ঘটলে দ্রুত অভিযুক্তদের গ্রেফতার করা। মাদকাসক্ত ও মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় আনা। অবৈধ পাকিং এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ। জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে বিশেষ অভিযান। ইভটিজিং এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা।
অপরাধ পর্যালোচনা সভা শেষে অপরাধ দমনের গুরত্বপূর্ণ ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ শ্রেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার হিসাবে শেখ ইমরান হোসেন, সহকারী পুলিশ কমিশনার, (গোয়েন্দা, দক্ষিণ), শ্রেষ্ঠ ইউনিট হিসাবে খালিশপুর থানা, কেএমপি, খুলনা। চৌকস অফিসার হিসাবে খালিশপু থানার এসআই কাজী বাবুল হোসেন ও খালিশপুর থানার খান মাহমুদুল হাসান, শ্রেষ্ঠ উদ্ধারকারী অফিসার হিসাবে গোয়েন্দা বিভাগের এএসআই শেখ শওকাত হোসেন, শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার হিসাবে সার্জেন্ট এসএম মাজাহারুল ইসলাম, এবং শ্রেষ্ঠ সিটিএসবি অফিসার হিসাবে এসআই বি এম আশরাফুল আলম এবং শ্রেষ্ঠ তদন্তকারী অফিসার হিসাবে লবণচরা থানার এসআই শক্তিপদ মৃধাকে ক্রেষ্ট ও সার্টিফিকেট দিয়ে সম্মানিত করা হয়।