খুলনায় অভিনব কায়দায় ফেন্সিডিল পাচারের সময় আটক এক

0
512

নিজস্ব প্রতিবেদকঃ খুলনায় অভিনব কায়দায় গ্যাস সিলিন্ডারের ভিতর থেকে ১১৫ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

আটককৃত মাদক ব্যাবসায়ীর নাম সুমন(৪০)।ঝিনাইদহের মহেষপুরের সচীনের ছেলে এবং সুমন একজন নওমুসলিম।

মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে মহানগরীর জিরোপয়েন্ট এলাকা থেকে সুমনকে আটক করে হরিনটানা থানা পুলিশ।

হরিনটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম খান খুলনাটাইমসকে বলেন, সাতক্ষীরা থে‌কে খুলনাগামী বা‌সে ক‌রে এক‌টি গ্যাস সি‌লিন্ডা‌রের ম‌ধ্যে ১১৫ বোতল ফে‌ন্সি‌ডিল নি‌য়ে জি‌রোপ‌য়ে‌ন্টে না‌মেন সুমন না‌মের ওই মাদক বি‌ক্রেতা। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে থামিয়ে তল্লাসী করে। এসময় গ্যাসের সিলিন্ডারের ভিতরে ১১৫টি ফেন্সিডিলের বোতল পাওয়া যায়। ধারণা করা হচ্ছে আশে পাশের কোথাও বিক্রির উদ্দেশ্যে এগুলো নিয়ে আসছিলেন সুমন। তার বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।