জয়নাল ফরাজী :
মজুরী কমিশন ও বকেয়া মজুরীসহ ১১ দফা বাস্তবায়নের দাবীতে ঢাকাসহ খুলনার রাষ্ট্রায়ত্ত ৭ পাটকলে টানা আন্দোলন শুরু হয়েছে। বাংলাদেশ রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-নন সিবিএ পরিষদের ডাকে গত ২৬ নভেম্বর গেট সভায় ১২ দিনের আন্দোলন কর্মসূচি ঘোষণা করেন শ্রমিক নেতারা। গতকাল প্রত্যেক মিলে শিফটে, শিফটে বিক্ষোভ মিছিল ও সমাবেশর মধ্যে দিয়ে শুরু হলো এ শ্রমিক আন্দোলন।
খালিশপুর শিল্পাঞ্চলের ক্রিসেন্ট, প্লাটিনাম জুবিলী, খালিশপুর জুট মিল, দিঘলিয়ার স্টার জুট মিল, আটরা শিল্প এলাকার ইর্ষ্টান ও আলিম জুট মিল এবং নওয়াপাড়ার শিল্প এলাকার জেজেআই জুট মিলের প্রায় ৫০ হাজার শ্রমিক স্ব-স্ব মিলের এ কর্মসূচি পালন করেছে।
প্লাটিনাম জুবিলী জুট মিলে সমাবেশে সভাপতিত্ব করেন সিবিএ-নন সিবিএ পরিষদের কেন্দ্রীয় আহবায়ক সরদার মোতাহার উদ্দিন। বক্তৃতা করেন সিবিএর সাবেক সভাপতি কাওসার আলী মৃধা, সাধারণ সম্পাদক খলিলুর রহমান, নুরুল হক, মনিরুল ইসলাম শিকদার, রুস্তম আলী, মোঃ শাহ আলম, আঃ রহিম, মোল্য নাসির, সৈয়দ আরব আলী, আশরাফ হোসেন, মোঃ জাহাঙ্গীর হোসেন, আবুল কালাম জিয়া, মোল্যা মিজানুর রহমান, আঃ রউফ বিশ্বাস, ওমর আলী, স্টার জুট মিলে বেল্লাল মল্লিকের সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন আঃ মান্নান শেখ, আলিমে সভাপতিত্ব করেন সাইফুল ইসলাম লিটু। বক্তৃতা করেন আঃ হামিদ সরদার, আনোয়ার হোসেন, মজিবুর রহমান। ইর্ষ্টানে মোঃ আলাউদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, সাবেক সভাপতি হুমায়ন কবির, আঃ মজিদ মোল্যা ও জেজেআই জুট মিলে হারুন অর রশিদ মল্লিকের সভাপতিত্বে শ্রমিক সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠি হয়েছে। এদিকে টানা কর্মসূচির মধ্যে ১৩ ডিসেম্বর পালা বদলের সময় বিক্ষোভ মিছিল ও সমাবেশ, ১৮ ডিসেম্বর রাজপথে ১ ঘন্টা অবস্থান ও মিছিল, ২০ ডিসেম্বর মিলের সামনে ও সড়কে মানববন্ধন, ২২ ডিসেম্বর খালিশপুরে শ্রমিক জনসভা, ২৪ ডিসেম্বর চট্টগ্রাম সিতাকুন্ডে হাফিজ জুট মিলে শ্রমিক সমাবেশ, ২৫ ডিসেম্বর আমিন জুট মিলে শ্রমিক সমাবেশ ও বিক্ষোভ, ২৭ ডিসেম্বর নরসিংদি ইউ,এম,সি জুট মিলে শ্রমিক সভা ও বিক্ষোভ, ২৯ ডিসেম্বর আবারো খালিশপুরে শ্রমিক সমাবেশ, ৩১ ডিসেম্বর ২৪ ঘন্টা ধর্মঘট পালন সমর্থনে রাজপথে বিক্ষোভ মিছিল এবং ২ জানুয়ারী দেশের সকল পাটকলে ২৪ ঘন্টা ধর্মঘট কর্মসূচির পালন করার ঘোষনা দিয়েছেন শ্রমিক নেতারা।