নিজস্ব প্রতিবেদক : খুলনা জেলা বিএনপির নেতারা অভিযোগ করেছেন, চলতি মাসে খুলনার ৯টি থানার ৮টিতেই জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাদের বিরুদ্ধে মামলা হয়েছে। এসব মামলায় জেলা কমিটির শীর্ষ নেতা, থানা কমিটি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাদের আসামি করা হচ্ছে। কোনো ধরনের সংঘাত, সংঘর্ষ ছাড়াই বাড়ি থেকে নেতাকর্মীদের তুলে নিয়ে মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠানো হচ্ছে। এসব ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তা প্রত্যাহারের দাবি এবং এ ধরনের মামলা বন্ধে কর্মসূচি ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত শুক্রবার সকালে খুলনা জেলা বিএনপির নির্বাহী কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। কে ডি ঘোষ রোডে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন দলের সাধারণ সম্পাদক আমীর এজাজ খান।
সভায় বলা হয়, রূপসা থানায় জেলা বিএনপির সহ সভাপতি শেখ আবদুর রশিদ, সিনিয়র সাংগঠনিক সম্পাদক এস এম মনিরুল হাসান বাপ্পীসহ শতাধিক নেতাকর্মী, তেরখাদা থানায় সাবেক সাধারণ সম্পাদক মেজবাউল আলম, ডুমুরিয়া থানায় উপজেলা সাধারণ সম্পাদক মোল্লা মোশারফ হোসেন মফিজ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আতাউর রহমান রনু, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা তুহিন, পাইকগাছা থানায় সাবেক ইউপি চেয়ারম্যান শাহাদাত হোসেন ডাবলু, ফুলতলা থানায় সাবেক চেয়ারম্যান আবুল বাশারসহ অসংখ্য নেতার বিরুদ্ধে মামলা করা হয়েছে।
সভা থেকে এসব মামলা প্রত্যাহার করে কারাগারে আটক নেতাকর্মীদের মুক্তি দাবি করা হয়। সভায় উপস্থিত ছিলেন বিএনপি নেতা শেখ আবদুর রশিদ, এস এম মনিরুল হাসান বাপ্পী, জি এম কামরুজ্জামান টুকু, চৌধুরী কওসার আলী, খান আলী মুনসুর, আবুল খায়ের খান, তছলিমা খাতুন ছন্দা, আবদুর রকিব মল্লিক, মোস্তফা উল বারী লাভলু, শহিদুল আলম প্রমুখ।