নিজস্ব প্রতিবেদক: খুলনার ৭টি সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফলাফল স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার রাতে জেলা প্রশাসক আমিন-উল-আহসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৯ ও ২০ ডিসেম্বর অনুষ্ঠিত খুলনা মহানগরীর ৭টি সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের ৩য় ও ৬ষ্ঠ শ্রেণীর ভর্তি পরীক্ষার ফলাফল বৃহস্পতিবার প্রকাশিত হয়। যা অনিবার্য কারনবশতঃ স্থগিত ঘোষণা করা হলো। অবিলম্বে ফলাফল পুনরায় প্রকাশ করা হবে।
এবিষয়ে জানতে চাইলে জেলা প্রশাসক আমিন উল আহসান বলেন, পরীক্ষার ফলাফল অনলাইনে আপলোড করার সময় কোন একটা ত্রুটি হয়েছে। প্রাথমিকভাবে একটি স্কুলের ক্ষেত্রে এ ত্রুটি ধরা পড়েছে। বাকী স্কুলগুলোতে এমনটি হয়েছে কি’না সেটা বোঝা যাচ্ছে না। আমরা সবগুলো স্কুলের ফলাফল পুনরায় সঠিকভাবে যাচাই করব। এরপর অনলাইনে সঠিক ফলাফল প্রকাশ করা হবে।