খুলনার সোনালী ব্যাংকের তিনজন কর্মকর্তাকে গ্রেফতার করেছে দুদক

0
584

নিজস্ব প্রতিবেদক : ৯২ কোটি ৬৩ লাখ টাকা আত্মসাতের ঘটনায় সোনালী ব্যাংকের খুলনার দৌলতপুর শাখার তিন কর্মকর্তাকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য।
গ্রেফতার হওয়া তিনজন হলেন, সোনালী ব্যাংকের সাবেক সহকারী মহাব্যবস্থাপক মানিক চন্দ্র মণ্ডল, সোনালী ব্যাংকের খুলনা দৌলাতপুর শাখার সাবেক প্রিন্সিপাল অফিসার ও বর্তমান প্রিন্সিপাল অফিস খুলনার সহকারী মহাব্যবস্থাপক মো. সিরাজুল ইসলাম ও সোনালী ব্যাংকের খুলনা দৌলতপুর শাখার সাবেক অফিসার অজিত কুমার সরকার। এর আগে, অর্থ আত্মসাতের এ ঘটনায় ২০১৭ সালের ২৬ সেপ্টেম্বর দুদকের প্রধান কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মোশাররফ হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেন। দৌলতপুর থানা মামলা নং-৩২ তারিখ-২৬/০৯/২০১৭ ইং। এদিকে এই মামলায় ৭ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিলের অনুমোদন দিয়েছে দুদক। গ্রেফতার তিনসহ বাকি ৪ জন হলেন, মেসার্স ইস্টার্ন ট্রেডার্স, খুলনা ইন্ডাস্ট্রিজ প্রিমিসেস লি. (ইস্পাহানি) স্বত্ত্বাধিকারী সনজিত কুমার দাস, সোনালী ব্যাংকের দৌলতপুর শাখা খুলনার সাবেক গোডাউনকিপার ও বর্তমানে- ঝিনাইদহ মহেশপুর শাখার মো. মতিয়ার রহমান, দৌলতপুর শাখার সাবেক এজিএম ও বর্তমানে জিএম অফিস খুলনার এজিএম মো. নজরুল ইসলাম, দৌলতপুর শাখার সাবেক সিনিয়র অফিসার মো. রুহুল আমিন।