খুলনার সকল রাজনৈতিক হত্যাকান্ডের পূন:বিচার চাইলেন খুলনার সিটি মেয়র

0
283
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বুধবার (১০ নভেম্বর) সকালে নগরীর নিউমার্কেটস্থ শহীদ এসএমএ রব চত্বরের উদ্ভোধন উপলক্ষে দোয়া অনুষ্ঠানে অংশ নেন।

খুলনা:
এসএমএ রব, মঞ্জুরুল ইমাম ও বিথারসহ খুলনার সকল রাজনৈতিক হত্যাকান্ডের পূনবিচার চাইলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। তিনি বলেন,খুলনার কোন রাজনৈতিক হত্যাকান্ডের সঠিক বিচার হয়নি। এসব রাজনৈতিক হত্যাকান্ডের নেপথ্যের কারণ খুলনাবাসী জানতে চায়। সিটি মেয়র আজ সকালে শহীদ এসএমএ রব চত্বরের উদ্ভোধন উপলক্ষে এক সুধী সমাবেশে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
রবের স্মৃতি চারণ করে সিটি মেয়র আরো বলেন,এসএমএ রব ছিলেন একজন উদার মনের কর্মীবান্ধব জনদরদী নেতা। তিনি সকল দল-মত,শ্রেণী-পেশার মানুষের আস্থাভাজন ব্যক্তি ছিলেন। এ ধরণের সমাজ সেবকের কখনো মৃত্যু হয়না।
শহীদ এসএমএ রব স্মৃতি পরিষদের সভাপতি আলহাজ্ব চ.ম মুজিবর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রিয়াজের সঞ্চলনে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তৃতা করেন সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল গফ্ফার বিশ্বাস, সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস, সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন আশা, ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর শেখ হাফিজুর রহমান, ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর আনিসুর রহমান বিশ্বাস, বিশিষ্ট শিল্পপতি ও রবপুত্র এসএম আরিফুর রহমান মিঠু, এস,এম আকিল উদ্দিন, উন্নয়নকর্মী নিজামুর রহমান লালু, মাসুদুর রহমান গোরা, এস,এম আশফাকুর রহমান রাজিব। বক্তৃতা করেন আওমীলীগ নেতা কামরুল ইসলাম বাবলু, নুর ইসলাম, ইউসুফ আলী খান, ইঞ্জিনিয়ার শেখ আব্দুর জব্বার, আব্দুর হাই মুজিবর, শেখ আব্দুল মজিদ, গোলাম সরোয়ার, এসএম জসিম উদ্দিন, আলহাজ্ব শেখ বাহাউদ্দিন, তোবারক হোসেন তপু, আবুল হোসেন মাস্টার, এস,এম জসিম উদ্দিন, গোলাম রব্বানী,আবু তাহের মাস্টার, জিয়াউর রহমান বাবু, মজিবর রহমান, কালাম মোল্লা, মোক্তার হোসেন, জাহানারা সিরাজ, জনি বসু, মাওলানা আজিজুর রহমান, শেখ সগির আহম্মদ, মহাদেব সাহা, জয় সরকার প্রমুখ।
পরে প্রধান অতিথি শহীদ এসএমএ রব চত্বরের উদ্ভোধন শেষে দোয়া মাহফিলে শরীক হন।