নিজস্ব প্রতিবেদক : নিরাপদ সড়ক নিশ্চিত করার লক্ষ্যে ও মাদকদ্রব্য এর বিরুদ্ধে সকলকে নিজ নিজ দায়িত্ব পালন এবং সচেতনতা বৃদ্ধি সম্পর্কে শনিবার সকাল ১০.৩০ টায় সার্কিট হাউজ কনফারেন্স হলে খুলনা জেলার সম্মানিত ইমাম ও আলেমগণের সাথে মতবিনিময় সভায় দিকনির্দেশনা প্রদান করেন খুলনা জেলার সন্মানিত জেলা প্রশাসক জনাব মোহাম্মদ হেলাল হোসেন।
এ সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খুলনা এবং উপ পরিচালক, ইসলামিক ফাউন্ডেশন বিভাগীয় কার্যালয়, খুলনা, ইমাম পরিষদের সভাপতি মোহাম্মদ সালেহ ও পরিষদের অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।