ফুলবাড়ীগেট (খুলনা) প্রতিনিধি :
দৈনিক খুলনাঞ্চল পত্রিকার সম্পাদক . খুলনা প্রেস ক্লাবের সহ-সভাপতি ও খুলনা সংবাদপত্র পরিষদের সদস্য মোঃ মিজানুর রহমান মিলটনের নামে হয়রানিমূলক মামলা দায়েরের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির সভাপতি ও সময়ের খবরের সাংবাদিক শেখ বদরউদ্দিন, সাধারণ সম্পাদক গ্রামের কাগজের হাফেজ আহম্মেদ সরকার, সাংগঠনিক সম্পাদক দৈনিক প্রবাহের মোঃ শফিউদ্দিন শফি, সদস্য আমার একুশের নিসিয়র সাংবাদিক মুক্তি মাহমুদ, খুলনাঞ্চল পত্রিকার খানজাহান আলী থানা প্রতিনিধি মোঃ সাইফুল্লাহ তারেক, সংকর বিষ্ণু, জন্মভুমির মাহমুদ আল লিমন, নওয়াপাড়ার থানা প্রতিনিধি বদরুল আলম মনা, মিহির রঞ্জন বিশ^াস, অনিমেষ কুমার মন্ডল, ইমরান আহসানসহ খানজহান আলী থানার কর্মরত সাংবাদিকবৃন্দ। নেতৃবৃন্দ অবিলম্বে তরুণ সম্পাদক মিলটনের নামে মামলা প্রত্যাহারের জোর দাবী জানিয়েছেন।