টাইমস প্রতিবেদক : খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে বিভিন্ন সময় রোগীদের টাকা-পয়সা, মোবাইলসহ মুল্যবান জিনিসপত্র চুরি হয়ে যাচ্ছে। এই অভিযোগ রোগীদের দীর্ঘদিনের। ছদ্ম বেশে মহিলা চোররা বিভিন্ন সময় হাসপাতালে এসে ওয়ার্ডে ঢুকে পড়েন। সুযোগ বুঝে তারা বিভিন্ন সময় চুরে সটকে পড়েন। গতকাল মঙ্গলবার সকালে হাসপাতালে লেবার ওয়ার্ডে মোবাইল চুরি করার সময় মেহেরুন নামে এক চোর সিন্ডিকেট সদস্যকে সিকিউরিটি গার্ড আটক করেন। সে হাসপাতালে এসে বিভিন্ন সময় রোগীদের মোবাইল, টাকা-পয়সা ও মুল্যবন জিনিসপত্র চুরির সাথে জড়িত বলে প্রাথমিক ভাবে স্বীকার করেন। আটক মহিলাকে পুলিশের কছে সোপর্দ করা হয়েছে।
খুমেক হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ এটিএম মঞ্জুর মোর্শেদ বলেন, বিভিন্ন সময় হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের দামি জিনিসপত্র ও টাকা পয়সা চুরি হয়ে যাচ্ছে। মঙ্গলবার লেবার ওয়ার্ডে সিকিউরিটি গার্ড মোঃ সিদ্দিকুর রহমাম ওই মহিলাকে মোবাইল চুরির করার সময় হাতে নাতে আটক করেন। সে এর আগেও হাসপাতালে একাধিকবার রোগীদের মালামাল চুরির কথা স্বীকার করেন। আটক চোর সিন্ডিকেটের সদস্য মেহেরুন রূপসা উপজেলা কাজদিয়া এলাকার বাসিন্দা আঃ হামিদের স্ত্রী। ##