প্রেস বিজ্ঞপ্তি:
খুলনা বিশ্ববিদ্যালয় অফিসার্স কল্যাণ পরিষদের উদ্যোগে শহীদ তাজউদ্দীন আহমদ প্রশাসন ভবনের সম্মেলন কক্ষে ঈদপুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে অফিসার্স কল্যাণ পরিষদের সভাপতি শেখ মুজিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ। তিনি বলেন এ ধরনের অনুষ্ঠান একটি প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তাদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি বৃদ্ধি করে। তিনি সাবার আগে বিশ্ববিদ্যালয়কে প্রাধান্য দিয়ে নিবেদিত ভাবে কাজ করার জন্য কর্মকর্তাদের প্রতি আহবান জানান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস। এ সময় আরও বক্তব্য রাখেন উপ-রেজিস্ট্রার মোহাঃ আলী আকবর, জি এম লুৎফর রহমান ও পরিষদের সদস্য মিয়া সালাউদ্দিন সুকর্ন। অনুষ্ঠানটি পরিচালনা করেন পরিষদের সাধারণ সম্পাদক দীপক চন্দ্র মন্ডল। এ সময় বিভিন্ন বিভাগীয় প্রধানসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।