প্রফেসর সাধন রঞ্জন ঘোষের সাথে খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন রেজিস্ট্রার প্রফেসর ড. মোহাম্মদ নজরুল ইসলাম ২১ ডিসেম্বর দুপুরে ট্রেজারার এক সৌজন্য সাক্ষাত করেন। এ সময় তাঁর উপস্থিতিতে খুলনা বিশ্ববিদ্যালয় অফিসার্স কল্যাণ পরিষদের পক্ষ থেকে প্রাক্তন রেজিস্ট্রারকে ক্রেস্ট দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করেন পরিষদের সভাপতি শেখ মুজিবুর রহমান ও সাধারণ সম্পাদক দীপক চন্দ্র মন্ডলসহ পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ। প্রাক্তন রেজিস্ট্রার মোঃ নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও অফিসার্স কল্যাণ পরিষদকে আন্তরিক ধন্যবাদ জানান। এসময় বর্তমান রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম রাফিজুল হক, প্রাক্তন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার টিপু সুলতান, অর্থ ও হিসাব বিভাগের পরিচালক খান মোঃ অলিয়ার রহমানসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি