সারাবাংলাখুলনাজাতীয়ব্রেকিং নিউজশিক্ষা খুবিতে ২৬ নভেম্বরের পরীক্ষা স্থগিত, পরিবর্তীত তারিখ ১৮ ডিসেম্বর দ্বারা খুলনা টাইমস - নভেম্বর 22, 2017 0 297 Share Facebook Twitter Google+ Pinterest WhatsApp Linkedin Email Print Viber খুলনা বিশ্ববিদ্যালয়ের ২৬ নভেম্বর রোববার অনুষ্ঠিতব্য সকল পরীক্ষা এবং ক্লাস অনিবার্য কারণবশতঃ স্থগিত করা হয়েছে। ২৬ নভেম্বরের স্থগিতকৃত পরীক্ষাসমূহ আগামী ১৮ ডিসেম্বর সোমবার অনুষ্ঠিত হবে। রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।