খুবিতে স্বাধীনতা শিক্ষক পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন

0
442

স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) এর ১৩ সদস্যের পূর্ণাঙ্গ নির্বাহী কমিটি গঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় ক্লাবে অনুষ্ঠিত সাধারণ সভায় প্রথম পূর্ণাঙ্গ এ কমিটি হয়। নবগঠিত নির্বাহী কমিটির সভাপতি প্রফেসর ড. অনির্বাণ মোস্তফা, সহ-সভাপতি প্রফেসর ড. মোসাম্মৎ হোসেন আরা, সাধারণ সম্পাদক সাদিকুল আমিন, যুগ্ম-সাধারণ সম্পাদক ড. আহসান হাবীব, কোষাধক্ষ্য নাজিয়া হাসান, প্রচার সম্পাদক- ড. নিহার রঞ্জন সিংহ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জাহিদা আখতার, শিক্ষা ও গবেষণা সম্পাদক ইমরান কামাল। এছাড়া নির্বাহী কমিটির ৫ জন সদস্য হলেন, মোঃ মহিউদ্দিন, নিসাদ নাসরীন, লোপা ইসলাম, হামালেনা নিজাম এবং সুদীপ দেবনাথ।