বিজ্ঞপ্তি : খুলনা বিশ্ববিদ্যালয়ে ২ অক্টোবর বেলা ৩টায় কবি জীবনানন্দ দাশ একাডেমিক ভবনে সেন্টার অব এক্সিলেন্স ইন টিচিং এন্ড লার্নিং (সিইটিএল) এর উদ্যোগে প্রোগ্রাম অন ইন্ডাকশন ফর দ্য লেকচারার্স শীর্ষক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান।
তিনি নতুন শিক্ষকদের উদ্দেশ্যে বলেন পৃথিবীতে যতো পেশা আছে তার মধ্যে শিক্ষকতা পেশার মতো আর কোনো মহান পেশা নেই, সম্মানের পেশা নেই। তাদের মাধ্যমেই সমাজ পরিবর্তীত হয়, দেশ ও জাতি অভীষ্ট লক্ষ্যে এগিয়ে যায়। তাই প্রত্যেক শিক্ষককে সত্যবাদী, ন্যায়পরায়ণ, নিষ্ঠাবান, জ্ঞানব্রতী হতে হবে। একজন আদর্শ শিক্ষক হতে হলে তাঁর মধ্যে মাল্টিডিসিপ্লিনারী জ্ঞান থাকতে হবে। সবসময়ই পড়াশোনা, জ্ঞান চর্চা তথা গবেষণা নিয়ে ভাবতে হবে। কারণ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের প্রধান দায়িত্ব শিক্ষাদান ও গবেষণা। তিনি নতুন শিক্ষকদেরকে নিরন্তর জ্ঞান সাধনায় ব্রত হয়ে ও অন্যান্য গুণাবলী অর্জনের মাধ্যমে একজন আদর্শ শিক্ষক হওয়ার পরামর্শ দেন।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিইটিএল এর পরিচালক প্রফেসর ড. মোঃ ফিরোজ আহমেদ। সঞ্চালনা করেন সিইটিএল এর উপ-পরিচালক ড. জগদীশ চন্দ্র জোয়ার্দার। উদ্বোধনের পর নবীন শিক্ষকদের শিক্ষাদানের কয়েকটি মৌলিক দিক তুলে ধরা হয়। বিশ্ববিদ্যালয়ে নতুন যোগদানকারী ৩৬ জন প্রভাষক এই ইন্ডাকশন অনুষ্ঠানে অংশ নেন।