খুবিতে তিন দিনব্যাপী শিক্ষাসমাপনী উৎসব শুরু

0
301

বিজ্ঞপ্তি : খুলনা বিশ্ববিদ্যালয়ের ১৫ ব্যাচের শিক্ষার্থীদের শিক্ষাসমাপনী অনুষ্ঠান ৩, ৪ ও ৫ অক্টোবর অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানের প্রথম দিন ৩ অক্টোবর বুধবার, সকাল সাড়ে ৯ টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের হাদী চত্বরে উদ্বোধনী অনুষ্ঠান, সকাল ১০ টায় র‌্যালি, সকাল ১১-৩০ মিনিটে রং উৎসব, বিকেল ৪ টায় খুলনা বিশ্ববিদ্যালয় মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান।

দ্বিতীয় দিন ৪ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১০টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে আনুষ্ঠানিক অনুষ্ঠান এবং বিকেল ৪ টায় খুলনা বিশ্ববিদ্যালয় মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান। তৃতীয় দিন ৫ অক্টোবর শুক্রবার অনুষ্ঠান সমাপনীর দিন বিকেল ৩ টায় মুক্তমঞ্চে কনসার্ট অনুষ্ঠিত হবে।