খুবিতে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

0
445

বিজ্ঞপ্তি  খুলনা বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ প্রশাসন ভবনের সম্মেলন কক্ষে বিশ্ববিদ্যালয় অফিসার্স কল্যাণ পরিষদের উদ্যোগে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন উপলক্ষে এক আলোচনা সভা মঙ্গলবার অনুষ্ঠিত হয়। পরিষদের সভাপতি উপ-পরিচালক শেখ মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ। তিনি বলেন ১৯৭১ সালের ৭ই মার্চে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ এবং ২৬ মার্চে প্রদত্ত স্বাধীনতার ঘোষণা দিকনির্দেশনা অনুসরণ করে ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবসে বাংলাদেশের সীমান্তের মধ্যেই সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। তিনি ঐতিহাসিক মুজিবনগর দিবসের তাৎপর্য ও এর আগে ও পরের দীর্ঘ ইতিহাসের ঘটনাবলী সংক্ষেপে তুলে ধরে বলেন বাংলাদেশের ইতিহাসে এটি একটি ঐতিহাসিক ঘটনা ও মাহেন্দ্রক্ষণ। তিনি বলেন আমাদের মহান মুক্তিযুদ্ধ এক দীর্ঘ ধারাবাহিক গৌরবময় ইতিহাস। নতুন প্রজন্মকে আমাদের মুক্তিযুদ্ধ সম্পর্কে ভালোভাবে জানতে হবে। আমাদের গৌরবময় ইতিহাস এবং মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে সামনে এগিয়ে যেতে হবে। তিনি এই আয়োজনের জন্য পরিষদের সকলকে ধন্যবাদ জানান। সভায় আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম কেন্দ্রীয় গ্রন্থাগারের গ্রন্থাগারিক ড. মোকলেছুর রহমান, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) এস এম আতিয়ার রহমান, অতিরিক্ত রেজিস্ট্রার টিপু সুলতান, পরিষদের সহ-সভাপতি উপরেজিস্ট্রার তারিকুজ্জামান লিপন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পরিষদের সাধারণ সম্পাদক উপরেজিস্ট্রার দীপক চন্দ্র মন্ডল। এ সময় বিভাগীয় প্রধান, শাখা প্রধান, পরিষদের সদস্যবৃন্দসহ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্তিত ছিলেন।