জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এখন রাজধানীর নাজিমুদ্দিন রোডের সাবেক ঢাকা কেন্দ্রীয় কারাগারে আছেন। তার সঙ্গে দেখা করার জন্য আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান, মেয়েসহ কারাগারে গেছেন পরিবারের ৫ সদস্য।
শনিবার বিকাল ৪টার দিকে তারা কারাগারে যান।
প্রসঙ্গত, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে গত ৮ ফেব্রুয়ারি থেকে কারাগারে বন্দি রয়েছেন খালেদা জিয়া।